Connect with us
ফুটবল

আবারও জোড়া গোলে মেসির ম্যাজিক, জয়ের রাতে গড়লেন রেকর্ড

Lionel Messi in Inter Miami
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

গেল ম্যাচেই মন্ট্রিয়ালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। বল পায়ে রীতিমতো দেখিয়েছিলেন ম্যাজিক। একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ফল জড়িয়ে ছিলেন জালে। এবার আজও দেখা গেল মেসির জোড়া গোল। এমএলএসে নিউ ইংল্যান্ডকে পরাজিত করার ম্যাচে দারুন এক রেকর্ডও গড়েছেন এই আর্জেন্টাইন তারকা।

নিউ ইংল্যান্ডকে এদিন ২-১ গোলে পরাজিত করেছে মেসির ইন্টার মায়ামি। আর গোল দুটিই করেছেন বিশ্বকাপ জয়ী মেসি। শুধু তাই নয়, এমএলএসে গেল টানা চার ম্যাচেই জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন তারকা। মার্কিন এই টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম কোনও ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোলের রেকর্ড গড়েছেন মেসি।

এদিন ম্যাচের ২৭ মিনিটেই লিড পেয়ে যায় ইন্টার মায়ামি। দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। প্রতিপক্ষ ডিফেন্ডার ভুল পারে রীতিমত অ্যাসিস্ট করে দেন তাকে। বক্সের মধ্যে সহজে বল পেয়ে কোনো ভুল করেননি মেসি। নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান বল।


আরও পড়ুন:

» রিয়ালকে কাঁদিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

» বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচসহ আজকের খেলা (১০ জুলাই ২৫)


এরপর ৩৮তম মিনিটে এসে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। মাঝ মাঠ থেকে সতীর্থের বাড়ানো বুদ্ধিদীপ্ত পাস পেয়ে যান তিনি। বক্সের কাছে এসে দারুন মাটি কামড়ানো ফিনিশিংয়ে গোল করেন এই আর্জেন্টাইন তারকা। এরপর অবশ্য ম্যাচের ৮০ মিনিটে এক গোল শোধ দেয় নিউ ইংল্যান্ড।

এতে করে এমএলএসে অব্যাহত থাকল মায়ামির জয় যাত্রা। ১৮ ম্যাচে ১০ জয়ে লিগ পর্বের তালিকায় ৩৫ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মায়ামি। আর ২৪ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে রয়েছে নিউ ইংল্যান্ড। ৪১ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে সিনসিনাতি।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল