Connect with us
ফুটবল

মেসির জাদুতে ফাইনালে ইন্টার মায়ামি

Lionel Messi & Inter Miami
গোল করে উদযাপনে মেসি। ছবি: সংগৃহীত

সিনসিনাটিতে এক দুর্দান্ত সময় পার করেছে মেসির ইন্টার মায়ামি। রবিবার রাতে টিকিউএল স্টেডিয়ামে স্বাগতিক এফসি সিনসিনাটিকে ৪–০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এমএলএসের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে উঠেছে মায়ামি। ইন্টার মায়ামির নেতৃত্বে ছিলেন লিওনেল মেসি। আর তার জাদুতেই ফাইনালে জায়গা করে নিল ক্লাবটি। 

মূলত ম্যাচের শুরুটাই করে দেন মেসি। তার দেখানো পথেই গোল করে বাকিরাও সফলতা এনে দেয়। ম্যাচের ১৯তম মিনিটে মাতেও সিলভেত্তির ক্রস থেকে হেড দিয়ে গোল করে মায়ামিকে এগিয়ে নেন মেসি। এরপর তিনি আবার দ্বিতীয় গোলের ক্ষেত্রেও অবদান রাখেন। ৫৭ তম মিনিটে মেসির অসাধারণ পাস ধরে এবার গোল করেন সিলভেত্তি। নিচু শটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান তিনি।

মূলত বিরতির পর দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রেখে ব্যবধান আরও বাড়িয়ে নেন মেসি বাহিনীরা। ৫৭ মিনিটে সিলভেত্তির গোলের পর ৬২ ও ৭৪ মিনিটে দুটি গোল করেন তাদেও আয়েন্দে। দুটি গোলই করেন মেসির অ্যাসিস্টে। এই দুই অ্যাসিস্টের সঙ্গে মিলে মেসি এক সিজনে ১২টি গোলে অবদান রেখে এমএলএস প্লে-অফে নতুন রেকর্ড গড়েছেন। ৬ গোল ও ৬ অ্যাসিস্ট এর পাশাপাশি নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন তারকা।



এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে লুইস সুয়ারেস ম্যাচের শেষ দিকে মাঠে নামেন অলেন্দের বদলি হিসেবে। নিয়মিত মৌসুমে সিনসিনাটির বিপক্ষে জিততে না পারলেও এদিন মাঠে মায়ামি ছিল অনেক বেশি গোছানো ও নিয়ন্ত্রিত ছিল। যা ম্যাচের পর কোচ মাসচেরানোর বক্তব্যেও উঠে এসেছে।

এদিকে সিনসিনাটি গত মৌসুমে সাপোর্টার্স শিল্ড জিতেছিল। এবারও লিগেও তারা ভালো অবস্থানে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত প্লে-অফে মায়ামির সামনে টিকতে পারেনি তারা। অন্যদিকে দুর্দান্ত খেলতে থাকা মায়ামির ফাইনালের আগে শেষ বাধা নিউইয়র্ক সিটি এফসি। আগামী ২৯ নভেম্বর ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল