
ফিফা ক্লাব বিশ্বকাপের মিশন শেষ করে মেজর লিগ ফুটবলে (এমএলএস) ফিরেছে ইন্টার মায়ামি। আর সেখানে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেল তারা। মেসির জাদুতে যেন দিশেহারা হলো মন্ট্রিয়াল। এই আর্জেন্টাইন তারকার জোড়া গোলে বড় জয়ের দেখা পেল মায়ামি।
এমএলএসে আজ মন্ট্রিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। যেখানে মেসির নৈপুণ্যে মন্ট্রিয়ালকে ৪-১ গোলে পরাজিত করেছে তার দল। এদিন লিওনেল মেসি ছাড়াও মায়ামির হয়ে গোল করেছেন তাদেও আলেন্দে এবং তেলাসকো সেগোভিয়া। তবে দলকে লিড এনে দেয়া গুরুত্বপূর্ণ গোল আসে মেসির পা থেকেই।
এদিন মায়ামি ডিফেন্ডারদের ভুলে ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই এগিয়ে গিয়েছিল মন্ট্রিয়াল। তবে খেলার ৩৩তম মিনিটেই তাদেও আলেন্দের গোলে সমতা ফেরায় মায়ামি। এরপর শুরু হয় মেসি ম্যাজিক। সাত মিনিট বাদেই বল নিয়ে একা ঢুকে যান প্রতিপক্ষের ডি-বক্সে। যেখানে একাধিক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জড়ান মন্ট্রিয়ালের জালে।
আরও পড়ুন:
» শ্রীলঙ্কাকে হারিয়ে আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ
» অলিম্পিক-বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে কী করতে হবে
এরপর দ্বিতীয়ার্ধের খেলায় দলটির হয়ে তৃতীয় গোল করেন তেলাসকো সেগোভিয়া। বক্সের বাইরে থেকে দূরপাল্লার দুর্দান্ত এক শটে মন্ট্রিয়ালের দুর্গ কাঁপান এই তরুণ। তবে তার সেই গোলের রেশ না কাটতেই নিজের দ্বিতীয় ম্যাজিক দেখান মেসি। এবারও দারুন নৈপুণ্যে রীতিমতো একক প্রচেষ্টায় গোল করেছেন এই আর্জেন্টাইন তারকা।
তাকে ঘিরে থাকা চার-পাঁচ জন ডিফেন্ডারকে একাই পরাস্ত করে বক্সের ভেতর থেকে দারুন ফিনিশিংয়ে গোল করেন মেসি। এতে করে নিজের জাত চিনিয়ে দলকে বড় জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। ৩২ পয়েন্ট নিয়ে এমএলএসের ষষ্ঠ অবস্থানে রয়েছে মায়ামি। ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিনসিন্নাতি। আর ১৪ পয়েন্ট নিয়ে পনেরো দলের মধ্যে সবার শেষে মন্ট্রিয়াল।
ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৫/এফএএস
