
নেকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে ইঞ্জুরিতে পড়েছেন লিওনেল মেসি। ফলে ম্যাচের মাত্র বারো মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন। এরপরেই সবার মনে প্রশ্ন উঠেছে কবে মাঠে ফিরবেন তিনি। একই সাথে শঙ্কা তৈরি হয়েছে ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলতে পারবেন কিনা তা নিয়ে।
মাঠে ইঞ্জুরির পর সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, বেশ কিছুদিন মাঠের বাইরে কাটাতে হবে মেসিকে।
অপর দিকে মায়ামি বলছে, ডান পায়ের মাংসপেশিতে ছোটখাটো চোট পেয়েছেন মেসি। যা মেসি ভক্তদের চিন্তা কিছুটা হলেও লাঘব করেছে।
আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে আর্জেন্টিনার। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামী ৫ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ভেনেজুয়েলা। অর্থাৎ, আজ থেকে ঠিক এক মাস পরই জাতীয় দলের হয়ে মাঠে নামতে হবে মেসিকে। সে ম্যাচের পর চার দিন বিরতি দিয়ে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার দুটি ম্যাচ আছে। তার মধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসে। অপরটি ইকুয়েডরের বিপক্ষে স্বাগতিকদের শহর গুয়াইয়াকিলে।
২০২৬ বিশ্বকাপে খেলেই জাতীয় দলকে বিদায় জানাবেন ৩৮ বছর বয়সী মেসি, এটা সকলেই ধারণা। আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের বর্তমান সূচি অনুযায়ী, বুয়েনস এইরেসে আগামী ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি ঘরের মাঠে জাতীয় দলের হয়ে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ। এজন্যই প্রশ্ন উঠেছে সময়মতো সেরে উঠে ওই ম্যাচটি খেলতে পারবেন তো মেসি।
ক্রিফোস্পোর্টস/৫ আগস্ট ২৫/এমএ
