
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার- এমএলএস ফুটবলে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করলেন লিওনেল মেসি। তাতে উজ্জীবিত হয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়া ইন্টার মায়ামি ৩-৩ সমতায় ম্যাচ শেষ করে।
রবিবার সকালে ফিলাডেলফিয়ার মাঠ সুবারো পার্কে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে মায়ামি। এরপর ৮৬ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিলো ৩-১ গোলে। এমন পরিস্থিতিতে দলটি যখন আরেকটি হারের শঙ্কায় কাঁপছিলো, তখনই এগিয়ে আসেন মেসি।
দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে ৮৭ মিনিটে মায়ামির হয়ে ব্যবধান ৩-২ করেন আর্জেন্টাইন মহাতারকা। বক্সের কিছুটা বাইরে থেকে মানবদেয়াল এড়িয়ে বাঁ-পাশের কোনো ঘেঁষে মেসির নেওয়া শটটি ফিলাডেলফিয়া গোলরক্ষক ভিনসেন্ট রিকের হাতে লেগে জালে জড়ায়
আরও পড়ুন
» সাকিবের রেকর্ড ভেঙে আইপিএলে নতুন মাইলফলক মুস্তাফিজের
» বাংলাদেশ দল এখন পাকিস্তানে, টি-টোয়েন্টি সিরিজ কবে কখন?
WHAT A GOAL 😮💨🐐 pic.twitter.com/BU6IoPUBii
— Inter Miami CF (@InterMiamiCF) May 25, 2025
মেসির এই গোলের পর নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে ফ্লোরিডার ক্লাবটি। যোগ করা সময়ের শেষ দিকে তেলাস্কো সেগোভিয়ার গোলে ৩-৩ সমতায় ম্যাচ শেষ করে মায়ামি। এই ড্র অবশ্য মেসিদের জন্য মোটেই স্বস্তিদায়ক নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৮ ম্যাচের মধ্যে সাতটিতেই জয়হীন মেসির দল। এই ৮ ম্যাচে দলটি গোল হজম করেছে ২৩টি।
এমএলএসেও টানা চার ম্যাচে জয়হীন মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় অবস্থান তাদের ছয় নম্বরে। ১৪ ম্যাচে ছয় জয়, পাঁচ ড্র ও তিন হারে মায়ামির পয়েন্ট ২৩। এক ম্যাচ বেশি খেলে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।
ক্রিফোস্পোর্টস/২৫মে২৫/এজে
