২০২৫ সালে নিজেদের সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। যেখানে তারা মুখোমুখি হয় আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার। বছরের শেষ ম্যাচে লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলেই জয় পায় লিওনেল স্কালোনির দল।
ল্যাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শেষ হয়েছে অনেক আগে। যেখান থেকে ইতোমধ্যে আসন্ন ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে বেশকিছু প্রীতি ম্যাচ খেলে নিজেদের পরিপূর্ণভাবে প্রস্তুত করার লক্ষ্য আলবিসিলেস্তেদের।
সেখানে গতকাল শুক্রবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বছরের শেষ লড়াইয়ে আঙ্গোলাকে ২-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। এদিন মেসি ও মার্তিনেজ একে অপরকে অ্যাসিস্ট করছেন গোল করার পথে। তুলনামূলক সহজ ম্যাচে স্কালোনি পেয়েছেন নতুন কয়েকজন ফুটবলারকে পরীক্ষা করার সুযোগ।
বছরের শেষ এই ম্যাচে জাতীয় দলে অভিষেক হয়েছে কেভিন ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরোনে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও জোয়াকিন পানিচেল্লির। এদিকে ভ্যাকসিন জটিলতায় এই ম্যাচ খেলতে পারেননি হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে ও নাহুয়েল মোলিনা।
আঙ্গোলাও কয়েকবার সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শুরুতে লুভুম্বোর একটি শট অল্পের জন্য পোস্ট মিস করে। তবে শেষ পর্যন্ত কোনও বিপদ ঘটতে দেয়নি আর্জেন্টাইন রক্ষণভাগ। ম্যাচে খুব আক্রমণাত্মক অ্যাপ্রোচ না থাকলেও সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিতে কষ্ট হয়নি মেসিদের।
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৫/এফএএস