Connect with us
ফুটবল

২০২৫ সালের আগস্টে মেসিদের যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি

Inter Miami's full schedule of games in August 2025
আগস্টে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে মেসিদের। ছবি- সংগৃহীত

মেজর লিগে সবশেষ খেলা পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে ইন্টার মায়ামি। চার ম্যাচেই বল পায়ে দ্যুতি ছড়ান লিওনেল মেসি। প্রতিপক্ষের জালে দিয়েছেন ৮ গোল, অ্যাসিস্ট করেছেন আরও দুটি। সবমিলিয়ে চলতি মৌসুমে ১৮ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ১৮ বার বল পাঠিয়েছেন এই আর্জেন্টাইন তারকা, সঙ্গে রয়েছে ৭ অ্যাসিস্টও। তবে আগস্ট মাসে মেজর লিগের পাশাপাশি আরও এক বড় পরীক্ষা দিতে হবে মেসিদের।

২৯ জুলাই থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকান শীর্ষ লিগ লিগা মেক্সিকোর ক্লাবগুলোর মধ্যকার লিগ কাপ টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে ৩৬ দল। প্রতিযোগিতাপূর্ণ এই টুর্নামেন্ট চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত৷ ৩১ জুলাই মেক্সিকান ক্লাব আটলাসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। লিগ কাপের পাশাপাশি আগস্টে নিজেদের লিগেও মেসিদের খেলতে হবে ৫ ম্যাচ।

একনজরে ২০২৫ সালের আগস্টে মেসিদের যত খেলা

তারিখ দল প্রতিযোগিতা
৩১ জুলাই ইন্টার মায়ামি-আটলাস  লিগ কাপ
৩ আগস্ট ইন্টার মায়ামি-নেকাক্সা লিগ কাপ
৭ আগস্ট ইন্টার মায়ামি-নাসিওনাল  লিগ কাপ
১১ আগস্ট অরল্যান্ডো-ইন্টার মায়ামি এমএলএস
১৭ আগস্ট ইন্টার মায়ামি-লস এজেঞ্জলস এমএলএস
২৪ আগস্ট ডিসি ইউনাইটেড-ইন্টার মায়ামি এমএলএস
৩১ আগস্ট ইন্টার মায়ামি-শিকাগো এমএলএস

একনজরে লিগ কাপ

প্রথম ধাপ

২০২৫ সালের নতুন নিয়ম অনুযায়ী লিগ কাপের প্রথম ধাপের সব ম্যাচই হবে মেজর লিগ ও লিগা মেক্সিকোর ক্লাবগুলোর মধ্যে। অর্থাৎ মেজর লিগের ক্লাব খেলবে লিগা মেক্সিকোর ক্লাবের বিরুদ্ধে। প্রতিটি দল তাদের বিপরীত লিগের তিনটি দলের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে, যা অঞ্চলভিত্তিক ও লিগ কাপের র‍্যাঙ্কিং অনুযায়ী নির্ধারিত হবে।

আরও পড়ুন:

» ২০২৫ সালের আগস্টে রোনালদোর যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি

» ২০২৬ নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি 

যেভাবে নির্ধারণ হবে ম্যাচের পয়েন্ট

ম্যাচে জয়-পরাজয়ের ভিত্তিতে পয়েন্ট তালিকা হবে দলগুলোর নিজেদের লিগের ভিত্তিতে। উদাহরণস্বরূপ, যদি এমএলএস-এর একটি দল জেতে, তাহলে সেই পয়েন্ট যাবে ‘লিগ কাপ এমএলএস’ টেবিলে। একইভাবে, লিগা মেক্সিকোর দলের জয় তাদের নিজস্ব টেবিলে পয়েন্ট যোগ করবে। প্রতিটি লিগের টেবিল থেকে শীর্ষ চারটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। কোনো ম্যাচ ড্র হলে তা সরাসরি পেনাল্টি শুটআউটে গড়াবে; বাড়তি সময় বা অতিরিক্ত সময় রাখা হবে না।

ম্যাচ ড্র হলে (নির্ধারিত সময়ে): উভয় দল পাবে ১ পয়েন্ট।

পেনাল্টি শুটআউটে জয়: জয়ী দল পাবে ২ পয়েন্ট।

নির্ধারিত সময়ে জয়: জয়ী দল পাবে ৩ পয়েন্ট।

নকআউট পর্ব

প্রথম ধাপের মতো, কোয়ার্টার ফাইনালের সব ম্যাচেও এমএলএস ও লিগা মেক্সিকোর দলগুলো একে অপরের মুখোমুখি হবে।

যেভাবে হবে কোয়ার্টার ফাইনাল

এমএলএস ১ম স্থান বনাম লিগা মেক্সিকোর ৪র্থ স্থান

এমএলএস ২য় স্থান বনাম লিগা মেক্সিকোর ৩য় স্থান

এমএলএস ৩য় স্থান বনাম লিগা মেক্সিকোর ২য় স্থান

এমএলএস ৪র্থ স্থান বনাম লিগা মেক্সিকোর ১ম স্থান

এরপর জয়ী চার দল চলে যাবে সেমিফাইনালে। তবে এক্ষেত্রে আর লিগ ভিত্তিক আলাদা ম্যাচ হবে না৷ অর্থাৎ যেকোনো দল যেকোনো দলের মুখোমুখি হতে পারে। এমএলএসের দল খেলতে পারবে এমএলএসের কোনো ক্লাবের বিপক্ষেই।

লিগ কাপে সাফল্য পেলে মেসিদের সামনে থাকছে এক ঢিলে দুই শিকারের সুযোগ। লিগ কাপের ফাইনাল খেলা দুই দল ও তৃতীয় হওয়া দল সরাসরি খেলবে ২০২৬ সালের কনকাকাফ চ্যাম্পিয়নশিপ। একই সঙ্গে ফিফা ক্লাব বিশ্বকাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলার সুযোগও মিলবে তাদের। তাই লিগ কাপে নিজেদের সেরাটা দেখাতে চাইবে মেসিরা।

ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৫/টিএইচ/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল