
সম্প্রতি মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। অল স্টার ম্যাচে অংশ না নেওয়ার কারণে তাকে শাস্তির মুখে পড়তে হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার নিষিদ্ধ হলেন তার বডিগার্ড।
মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুয়েকোকে লিগস কাপ ২০২৫-এর বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন এই তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ৩০ জুলাই ইন্টার মায়ামি বনাম ক্লাব আটলাস ম্যাচের পর, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের একজন সদস্য পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নিয়মবর্হিভূত আচরণ করেছেন।
ঘটনার প্রেক্ষিতে শুধু নিষেধাজ্ঞাই নয় মায়ামি ওপর একটি আর্থিক জরিমানাও আরোপ করেছে ককর্তৃপক্ষ। যদিও সেই জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।
জানা যায়, ম্যাচ সেদিন ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে মেসির দেহরক্ষী মাঠে প্রবেশ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তাঁর প্রবেশ নিয়ে ম্যাচ শেষে প্রশ্ন তোলেন আটলাসের খেলোয়াড়রা।
আটলাসের ডিফেন্ডার দোরিয়া বলেন, আমি বুঝি মেসিকে মাঠে ঢুকে পড়া কোনো ভক্তের হাত থেকে বাঁচাতে তার দেহরক্ষী সেখানে উপস্থিত থাকেন। কিন্তু খেলোয়াড়দের ব্যাপারে নাক গলানোর জানি না ঠিক কী, খেলোয়াড়দের মধ্যে কোনো ব্যাপারে তার সে অনুমতি নেই।
তিনি আরও বলেন, বোর্ড এবং লিগস কাপের দায়িত্বশীলরা ইতিমধ্যেই ঘটনাটি দেখেছেন। নিশ্চয়ই তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন।
ক্রিফোস্পোর্টস/২ আগস্ট ২৫/এমএ
