Connect with us
ফুটবল

নভেম্বরে ভারতে আসছে মেসির আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল দল। ছবি - সংগৃহীত

ভারতীয় ফুটবলের জন্য  সুখবর দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চলতি বছরের নভেম্বরে এক প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় আসবে আর্জেন্টাইনরা।

আজ (২৩ আগস্ট) ভোরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে। তবে এখনও নিশ্চিত করা হয়নি, কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালে আর্জেন্টিনা আরও দুটি সময়ে ফিফা প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি অক্টোবরের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তবে প্রতিপক্ষ এবং শহর এখনও নির্ধারিত হয়নি। দ্বিতীয় ম্যাচটি ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে আঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের প্রতিপক্ষও এখনো ঘোষণা করা হয়নি।



কেরালার ক্রীড়া মন্ত্রী ভি আব্দুরাহিমানও এই খবর নিশ্চিত করে বলেন, জটিলতায় গত মে মাসে আর্জেন্টিনার ভারত সফর বাতিল হয়েছিল। তবে এখন সব সমস্যার সমাধান হয়ে তিন মাসের মধ্যে আর্জেন্টিনা দল ভারতে আসতে চলেছে।

এটি ২০১১ সালের পর আর্জেন্টিনা দলের ভারতের দ্বিতীয় সফর হবে। সেই সময় কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলেছিল।

ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল