Connect with us
ফুটবল

বদলে যেতে পারে মেসি-ইয়ামালদের ফিনালিসিমার সূচি

আর্জেন্টিনা ও স্পেন দল
আর্জেন্টিনা ও স্পেন ফুটবল দল। ছবি: সংগৃহীত

২০২৬ সালের ২৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ। তবে, দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে ম্যাচটি একদিন এগিয়ে নেওয়ার কথা ভাবছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

২০২৬ বিশ্বকাপের আগে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও বর্তমান ইউরোপ সেরা স্পেনের মধ্যকার ম্যাচ ঘিরে তৈরি হয়েছে আলাদা উন্মাদনা। নিশ্চিতভাবেই ম্যাচে আলো থাকবে লিওনেল মেসি ও লামিন ইয়ামালের ওপর। ‘দারুন ছন্দে থাকা ইয়ামাল নাকি কিংবদন্তি মেসি কে ছড়াবেন আলোর দ্যুতি?’ এটি যেন এখন সকল ফুটবল সমর্থকের প্রশ্ন। ২০২২ ফিফা বিশ্বকাপের ভেন্যু  লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

তবে, স্পেন এখনো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে না পারায় ফিনালিসিমা হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ‘ই’ গ্রুপ থেকে যদি স্পেন কে প্লে অফ খেলতে হয়, তাহলে ফিনালিসিমা বাতিল হতে পারে কিংবা আরো পেছানো হতে পারে। কারণ মার্চেই হবে প্লে অফ।



ফিনালিসিমা চালু হয়েছিল ১৯৮৫ ও ১৯৯৩ সালে হওয়া আর্তেমিও ফ্রাঞ্চি কাপের পরিবর্তে। দীর্ঘ প্রতীক্ষার পর কাতার বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আক্ষেপ ঘোচানোর আগেই ওই বছরের জুনে ইতালিকে ৩-০ গোলে ফিনালিসিমায় হারায় আর্জেন্টাইনরা।

ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল