১৫০ ম্যাচ খালি চোখে এটি একটি সংখ্যা কিন্তু একজন ফুটবলারের ক্যারিয়ারে এতগুলো ম্যাচ আসে অনেকটা সময় নিয়েই। লামিনে ইয়ামালের ক্ষেত্রে সেই সংখ্যা এসেছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের জার্সিতে এই মাইলফলক ছোঁয়ার পর স্বাভাবিকভাবেই তুলনা শুরু হয়েছে ফুটবলের কিংবদন্তি বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড় লিওনেল মেসির সঙ্গে।
লিওনেল মেসিও বেড়ে উঠেছেন বার্সেলোনা ক্লাবের মধ্য দিয়েই। অন্যদিকে লা মাসিয়া থেকে উঠে আসা আরেক প্রতিভা ইয়ামাল। ঠিক যেমনটা হয়েছিল মেসির ক্ষেত্রেও। বয়স, ক্লাব, খেলার ধরন সব মিলিয়ে স্বাভাবিকভাবেই তুলনা চলে আসছে। যদিও ইয়ামাল নিজে বারবার বলে আসছেন, তিনি মেসির উত্তরসূরি হতে চান না, চান নিজের পথ তৈরি করতে। তবু মাঠের পারফরম্যান্স যখন সামনে আসে, তখন আলোচনাটা নিজে থেকেই সামনে চলে আসে।
১৫০ ম্যাচের পরিসংখ্যানে কার অবস্থান কোথায়? পরিসংখ্যান অনুযায়ী এই জায়গায় ইয়ামাল অনেকটাই এগিয়ে আছেন সময়ের হিসেবে। ১৫০তম ম্যাচ খেলার সময় তাঁর বয়স ছিল মাত্র ১৮। অন্যদিকে মেসি এই মাইলফলক স্পর্শ করেছিলেন ২০০৮ সালে, তখন তাঁর বয়স ছিল ২১। অর্থাৎ তিন বছরের কম বয়সেই ইয়ামাল ছুয়ে ফেলেছেন মেসির রেকর্ড। যেখানে ১৮ বছর বয়সে মেসি তখনো বার্সেলোনার একাদশে নিজের জায়গা পাকাপোক্ত করার লড়াইয়ে ছিলেন, সেখানে ইয়ামাল ইতোমধ্যেই দলের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন।
তবে গোলের সংখ্যায় এগিয়ে ছিলেন মেসি। ক্যারিয়ারের প্রথম ১৫০ ম্যাচে তিনি করেছিলেন ৫৮ গোল। একই সময়ে ইয়ামালের গোল মাত্র ৪০টি। কিন্তু গোল করার সহযোগিতায় এগিয়ে ইয়ামাল। যেখানে ১৫০ ম্যাচে ইয়ামালের অ্যাসিস্ট ৫৭টি, যেখানে মেসির ছিল মাত্র ৩১টি।
গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মোট অবদানে এগিয়ে আছেন ইয়ামালই। তাঁর সরাসরি গোলে অবদান ৯৭টি। যেখানে মেসির ছিল ৮৯টি। সময়ের হিসাবেও দুজনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। ইয়ামাল প্রতি ১১৩ মিনিটে একটি করে গোল বা অ্যাসিস্টে ভূমিকা রেখেছেন। মেসির ক্ষেত্রে সেই সংখ্যা ছিল প্রতি ১১৫ মিনিটে একবার।
যদিও সংখ্যা দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না, সেটা সবাই জানে। তবে এই পরিসংখ্যানগুলো প্রমাণ করছে যে ইয়ামালের শুরুটা একটু ব্যতিক্রমী। সামনে ইয়ামাল কতটুকু দূরে যেতে পারেন বা শেষ পর্যন্ত তিনি কোথায় গিয়ে দাঁড়াবেন, সেটা সময়ই ঠিক করবে। তবে ফুটবল বিশ্বকে আপাতত নিজের পারফরম্যান্স আর ভূমিকা দিয়ে জানান দিয়েছেন যে বড় মঞ্চে পারফর্ম করে তিনিও কিংবদন্তির একজন হতে চলেছেন।
ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৬/টিএ
