Connect with us
ফুটবল

ভারত সফরের র‍্যাম্পে হাঁটবেন মেসি, উন্মোচন করবেন ভাস্কর্য

Messi, Suarez, Busquets
মেসি, সুয়ারেজ ও বুসকেটস। ছবি: সংগৃহীত

ক্রমেই ঘনিয়ে আসছে লিওনেল মেসির ভারত সফরের দিনক্ষণ। এ মাসেই ভারত সফরে আসবেন ফুটবলের এই খুদে জাদুকর। ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে তিনদিনের এই সফরে কি কি করবেন তিনি। এবার জানা গেল, একটি ফ্যাশন শো তে র‍্যাম্পে হাঁটবেন এই আর্জেন্টাইন মহা তারকা। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ভারত সফরে র‍্যাম্পেও হাঁটবেন মেসি। মুম্বাইয়ে আগামী রোববারের ওই ফ্যাশন শোতে তার সঙ্গী হবেন ইন্টার মায়ামি ক্লাবের দুই সতীর্থ লুইস সুয়ারেস ও সার্জিও বুসকেটস।

মেসির ভারত সফরের আয়োজক শতাদ্রু দত্ত ভারতীয় সংবাদ সংস্থা, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, ফ্যাশন শো-র পাশাপাশি ২০২২ বিশ্বকাপ থেকে মেসির কিছু স্মারকও নিলামে তোলা হবে। যেখান থেকে প্রাপ্ত অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।



আগামী শুক্রবার মাঝরাতে শুরু হবে মেসির ভারত সফর। ১৫ ডিসেম্বরের মধ্যে কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে ভ্রমণ করবেন তিনি। তার এই সফরের নাম দেওয়া হয়েছে গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া।

শতাদ্রু জানিয়েছেন, মুম্বাইয়ের রোববারের আয়োজন বিভিন্ন অঙ্গনের তারকারা উপস্থিত থাকবেন। মেসির সফর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়ে তিনি বলেন, ‘ এটি পুরোপুরি সংরক্ষিত একটি আয়োজন হবে। তারকা মডেল, তারকা ক্রিকেটার, বলিউড তারকা, মিলিওনিয়ার ও ফাউন্ডাররা থাকবেন এই অনুষ্ঠানে। টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, জন আব্রাহামসহ আরও অনেকে এতে উপস্থিত হবেন।’

মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়াতে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় হবে প্যাডেল কাপ। এরপর বিকেল ৫টায় শুরু হবে মূল আয়োজন। মেসির দীর্ঘ দিনের সতীর্থ ও কাছের বন্ধু লুইস সুয়ারেস একটি স্প্যানিশ মিউজিক শোতেও অংশ নেবেন। মেসির আরেক সতীর্থ ও বন্ধু নেইমারকে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন আয়োজকরা।

ভারত সফরের প্রথমাংশে কলকাতায় থাকবেন মেসি। সেখানে তার ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য উন্মোচন করা হবে। যা তার সবচেয়ে বড় ভাস্কর্য হতে চলেছে। তবে নিরাপত্তাজনিত সবুজ সংকেত না পাওয়ায় সশরীরে যেতে পারবেন না। হোটেলে বসেই সেটি উন্মোচন করবেন মেসি।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত দেড়টায় কলকাতায় নামবেন মেসি। পরদিন সকাল ৯টা ৩০ থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত একটি মিট এন্ড গ্রিট আয়োজনে থাকবেন তিনি। পরে হবে ভাস্কর্য উন্মোচনের অনুষ্ঠান।

মেসি সশরীরে না থাকলেও, সল্ট লেক স্টেডিয়ামে ৭৫ হাজারের বেশি দর্শক উপস্থিতি আশা করছেন আয়োজকরা। এরপর শনিবার দুপুর ২টায় হায়দরাবাদের উদ্দেশে কলকাতা ছেড়ে চলে যাবেন মেসি। সেখানে কাজ সেরে পরদিন তিনি থাকবেন মুম্বাইয়ে। আর সোমবার নয়া দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সূচি রয়েছে তার।

ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল