বার্সা সমর্থকদের বড় চমক দিলেন লিওনেল মেসি। পূর্ব ঘোষণা ছাড়াই বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যু পরিদর্শন করেছেন তিনি। সফরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন আবেগঘন বার্তা।
সংস্কার কাজ চলতে থাকা ক্যাম্প ন্যু পরিদর্শন শেষে ইন্সটাগ্রামে স্টেডিয়ামের ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘গত রাতে আমি এমন এক জায়গায় ফিরে গিয়েছি, যেটিকে আমি হৃদয় থেকে মিস করি। এখানে আমি ছিলাম অপরিসীম সুখী। তোমরা আমাকে হাজারবার বিশ্বের সবচেয়ে সুখী মানুষ বানিয়েছ।’
আবারও ক্যাম্প ন্যুতে ফিরে আসার প্রত্যয় জানিয়ে মেসি আরও লিখেছেন, ‘আশা করি, একদিন ফিরে আসতে পারব। শুধু একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়, কারণ সেটা কখনো করতে পারিনি।’
২০২১ সালে করোনার প্রকোপে যখন পুরো বিশ্ব থমকে ছিল, তখন কাতালান সমর্থকদের হৃদয় ভেঙে বার্সা ছেড়েছিলেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণা দিলেও বার্সেলোনা ছাড়ার সময় সমর্থকদের সামনে আনুষ্ঠানিক বিদায় জানানোর সুযোগ হয়নি মেসির। সে আক্ষেপ এখনও রয়ে গেছে তাঁর কথায়।
গত শুক্রবার প্রায় ২৩ হাজার সমর্থকের উপস্থিতিতে চিরচেনা মাঠে এক উন্মুক্ত অনুশীলন সেশনের মাধ্যমে ঘরের মাঠে ফেরে কাতালানরা। স্টেডিয়ামের শতভাগ নির্মাণকাজ শেষ না হওয়ায় বিরতির পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ।
ম্যাচ আয়োজনের প্রথম অনুমোদন পেলেও দ্বিতীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো ম্যাচ আয়োজন করবে না লা লিগার ক্লাবটি। তাই ঘরের মাঠে ম্যাচ দেখতে কিছুটা আরো অপেক্ষা করতে হবে কাতালান সমর্থকদের।
ক্যাম্প ন্যু সংস্কার শেষে মেসির জন্য শ্রদ্ধা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। তিনি বলেন, ‘অবশ্যই আমরা চাই। ক্যাম্প ন্যু পুরোপুরি প্রস্তুত হলে তার জন্য যথোপযুক্ত সম্মান দেওয়া হবে।’
মেসির ন্যু ক্যাম্পে ফেরা নিয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। অনেকের মতে আবারও বার্সায় ফেরার ইঙ্গিত ছিলো মেসির পোস্টে।
ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৫/এআই