
মেসির রেকর্ড গড়া যেন থামছেই না। ক্যারিয়ারের কান্তিলগ্নে এসেও গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। এবার মেসি বনে গেলেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক।
আজ পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার ৬-০ গোলে জয়ের ম্যাচের ২২ মিনিটে অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ অ্যাসিস্ট এর মালিক ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের সাথে রেকর্ডে ভাগ বসান মেসি। এরপর ৮৪ মিনিটে লাওতারো মার্তিনজকে দিয়ে গোল করিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ এসিস্ট্যান্ট এর মালিক বনে যান এই ফুটবল জাদুকর।
সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় শীর্ষে উঠে আসা মেসি করেছেন ৬০ অ্যাসিস্ট। তালিকার দুইয়ে থাকা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র দীর্ঘদিন তালিকার শীর্ষে ছিলেন ৫৯ অ্যাসিস্ট নিয়ে।
৫৮ অ্যাসিস্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ফুটবলার ল্যান্ডন ডনোভান। ৫৩ অ্যাসিস্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন হাঙ্গেরির ফুটবলার ফেরেঙ্ক পুসকাস।
৫৩ এসিস্ট করে তালিকার পঞ্চম স্থানে আছেন বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনো। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন হাঙ্গেরির ফুটবলার স্যান্দর ককসিস। তার মোট অ্যাসিস্ট্যাের সংখ্যা ৫০।
৪৭ অ্যাসিস্ট করে তালিকার সপ্তম স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তালিকার অষ্টম স্থানের রয়েছেন ৪১ অ্যাসিস্ট করা জার্মান কিংবদন্তির টমাস মুলার।
৩৯ অ্যাসিস্ট করে তালিকার নয় নম্বরের রয়েছেন উরুগুয়ের সুপারস্টার লুইস সুয়ারেজ। এবং ৩৭ আসিস্ট করে তালিকার দশম স্থানে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/এআই
