দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতের মাটিতে পা রাখলেন লিওনেল মেসি। শনিবার গভীর রাতে কলকাতায় পৌঁছান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা। এর মধ্য দিয়ে শুরু হলো ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’। মেসির আগমমে রাত পেরোনোর আগেই পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
মিয়ামি থেকে দুবাই হয়ে কলকাতায় নামেন মেসি। মেসি আসতে আসতে মধ্যরাত পেরোলেও বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। বিশ্ব ফুটবলের অন্যতম আইকনকে এক নজর দেখার অপেক্ষায় ছিলেন সবাই। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিন্দুস্তানের বরাতে জানা গেছে, মেসির আগমন ঘিরে বিমানবন্দরে ছিল উচ্ছ্বাসের চিত্র। ভক্তরা স্লোগানে স্লোগানে মাতিয়ে তোলেন এলাকা। আর্জেন্টিনার পতাকা উড়তে দেখা যায় বিভিন্ন জায়গায়। টান টান উত্তেজনার মুহূর্তে কেউ কেউ ব্যারিকেডে উঠে পড়লে পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাড়তি নিরাপত্তা জোরদার করে।
সফরের আয়োজক শতদ্রু দত্ত বলেন, ১৪ বছর পর মেসির ভারতে আসা ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ মুহূর্ত। তাঁর মতে, এই সফর ভারতীয় ফুটবলের প্রতি মানুষের আবেগকে নতুন করে জাগিয়ে তুলছে। একই সঙ্গে স্পনসরদের আগ্রহও আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
মেসির ফ্লাইট অবতরণের অনেক আগেই বিমানবন্দরে পৌঁছে যান অনেকে। এক ভক্ত বলেন, প্রয়োজনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেও আপত্তি নেই। জীবনে একবার দেখা পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।
তিন দিনের সফরে কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি যাওয়ার কথা রয়েছে মেসির। তবে কলকাতার সূচি সবচেয়ে ব্যস্ত। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নির্ধারিত আছে ব্যক্তিগত সাক্ষাৎ। সেখানে থাকবেন আমন্ত্রিত অতিথি ও আয়োজকেরা। পরে অনলাইনে যুক্ত হয়ে নিজের নামে নির্মিত একটি ভাস্কর্যের উদ্বোধন করবেন মেসি, যা আয়োজকদের মতে শহরের ফুটবলপ্রেমের প্রতীক।
এছাড়া সন্ধ্যায় যুবভারতী স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে মেসির। একই ভেন্যুতে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার অনুষ্ঠানও রাখা হয়েছে। এই আয়োজন দিয়েই শেষ হবে কলকাতায় তাঁর সফরসূচি।
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৫/টিএ