
ইন্টার মিয়ামির সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা ছিল এই মৌসুম শেষে। তবে আগেভাগেই নতুন চুক্তিতে স্বাক্ষর করলেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি এই ফুটবলার। এর ফলে ২০২৬ সালের বিশ্বকাপের পরও ইন্টার মিয়ামিতে দেখা যাবে তাকে।
২০২৩ সালে পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। সে সময় তার চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের মৌসুম পর্যন্ত। এবার সেটি বাড়িয়ে করা হয়েছে ২০২৬ সাল পর্যন্ত। আনুষ্ঠানিক ঘোষণা হলে নিশ্চিত হবে, বিশ্বকাপ-পরবর্তী সময়েও এমএলএসেই থাকছেন আর্জেন্টাইন সুপারস্টার।
ফুটবল বিশ্বে অনেকেই ধারণা করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের পরই ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। তবে নতুন চুক্তি সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। আগামী বছরের ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই শেষ হবে ফিফা বিশ্বকাপ। চুক্তি অনুযায়ী, বিশ্বকাপের পরও খেলতে দেখা যাবে তাকে।
বিশেষ সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যেই আসতে পারে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা। নতুন চুক্তি অনুযায়ী, এমএলএস-ই হতে পারে মেসির শেষ ক্লাব। তখন তার বয়স হবে ৩৯ বছর।
মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান ২০২২ সালে, এর আগে ও পরে জিতেছেন ২০২১ এবং ২০২৪ কোপা আমেরিকা। চলতি বছর এমএলএস-এ দ্রুততম ৪০ গোলের রেকর্ডও গড়েছেন তিনি।
আসন্ন বিশ্বকাপে খেললে এটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ, যা হবে নতুন রেকর্ড। এখন পর্যন্ত বিশ্বকাপে মেসির গোল ১৩টি। সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার গোল করেছেন ১৬টি। অর্থাৎ এই রেকর্ড ছুঁতে মেসির প্রয়োজন আরও ৩ গোল।
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/এনজি
