Connect with us
ফুটবল

মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারাল ইন্টার মায়ামি

ইন্টার মায়ামি
ইন্টার মায়ামি। ছবি: সংগৃহীত

ঠিক এক সপ্তাহ পর আবার মুখোমুখি হলো ইন্টার মায়ামি ও ন্যাশভিল এসসি।শনিবার (২৫ অক্টোবর) মেজর লিগ সকারে (এমএলএস) ন্যাশভিল এসসির বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ম্যাচে মেসির উড়ন্ত হেড ও দুর্দান্ত ফিনিশিংয়ে জোড়া গোল পায় দলটি। তার নৈপুণ্যে ন্যাশভিলকে ৩–১ গোলে হারিয়ে জয় তুলে নেয় মায়ামি।

এই ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন লিওনেল মেসি, যিনি শুরুতেই দর্শকদের সামনে প্রদর্শন করলেন তার গোল্ডেন বুট পুরস্কার। পুরস্কার দেখানোর পরেই তিনি তার চেনা রূপে ফিরে গেলেন।

ম্যাচের প্রথম গোলটা এলো মেসির পা থেকে। লুইস সুয়ারেজের সঙ্গে দারুণ সমন্বয় করে গোলরক্ষক জো উইলিসকে বোকা বানান মেসি। এক অসাধারণ ডাইভিং হেডে বল জালে পাঠান ফুটবলের এই জাদুকর।



প্রথমার্ধে পুরো খেলায় আধিপত্য ছিল মায়ামির। আরও একটি গোলের খোঁজে একের পর এক আক্রমণ চালাতে থাকে দলটি। ন্যাশভিলের পক্ষে জ্যাকব শ্যাফলবার্গ চেষ্টা চালান সমতা ফেরানোর, কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পাননি।

এক গোলে পিছিয়ে থেকেই দ্বিতীয়ার্ধে নামে ন্যাশভিল। খেলা তখনও টান টান উত্তেজনায় ভরপুর। ম্যাচের মাঝামাঝি সময়ে দুই দলের মধ্যে কিছুটা ধাক্কাধাক্কি দেখা গেলেও পরে সবকিছুই স্বাভাবিক হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের পরে ৬২ মিনিটের সময় ডান দিক থেকে ইয়ান ফ্রের নিখুঁত ক্রসে ন্যাশভিলের ডিফেন্ডারদের ভেদ করে  টাডেও আলেন্দে মাত্র কয়েক গজ দূর থেকে হেড দিয়ে বল জালে পাঠান। ফলে ব্যবধান বেড়ে যায় ২–০ তে।

ন্যাশভিলের পুরো ম্যাচে ছিল মাত্র একটি অন টার্গেট শট, যা তাদের আক্রমণভাগের দুর্বলতাকেই তুলে ধরে।

শেষ দিকে নির্ধারিত সময়ের পরে আরও একবার গোল করেন মেসি। ন্যাশভিলের রক্ষণভাগের ভুলে বল পেয়ে ঠান্ডা মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। ম্যাচের বাকি সময় আর কোনো পরিবর্তন হয়নি। তবে মেসির শেষ গোলের ৬ মিনিট পর এক গোল করে ব্যবধান কমান ন্যাশভিল।

৩–১ ব্যবধানে জয় নিয়ে সিরিজের প্রথম ম্যাচ জিতল ইন্টার মায়ামি। তিন ম্যাচের এই সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১ নভেম্বর, ন্যাশভিলের মাঠ জিওডিস পার্কে।

ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল