
আরও একটি হতাশার গল্পে পুড়লো লিওনেল মেসির ইন্টার মায়ামি। লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে সিয়াটেল। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে ওয়াশিংটনের লুমেন ফিল্ডে মেগা ফাইনালে মুখোমুখি হয় দু’দল।
ম্যাচের সার্বিক পরিসংখ্যান, বল দখল, পাসের হিসাব— সব ক্ষেত্রেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকলেও বল জালে জড়াতে ব্যর্থ হওয়ায় শিরোপা জেতা হলো না এলএমটেন বাহিনীর। এর মূল কারণ হলো, অন-টার্গেটে একটিও শট নিতে না পারা।
সবশেষ তিন ম্যাচেই অপরাজিত থাকা মায়ামির স্বপ্ন ছিল প্রাণবন্ত। তবে খেলার ২৬ মিনিটেই তাদের সেই স্বপ্ন ধূসর হতে শুরু করে। গোল করে সিয়াটলকে এগিয়ে দেন ডি রোসারিও। বক্সের বাইরে থেকে সতীর্থতের তুলে দেয়া বলে হেড দিয়ে গোল করেন তিনি। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় সিয়াটেল।
বিরতির পরপরই অবশ্য সমতায় ফেরার বড় সুযোগ পেয়েছিল মায়ামি। ডি বক্সের ভেতর মেসির সামনে ছিলেন কেবল গোলরক্ষক। সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন লিও।
ম্যাচের ৮৪তম মিনিটে ইয়ানিক ব্রাইট ডি বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় সিয়াটেল। গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্স রোলড্যান।
নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে আরও একটি গোল করে মায়ামির কফিনে শেষ পেরেক মারেন পল রথরক। ৩-০ ব্যবধানে জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে সিয়াটেল।
উল্লেখ্য, এই হারে মেসির ৪৭তম শিরোপা হাতে তোলার অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। সবশেষ ২০২৪ সালে ইন্টার মায়ামির হয়ে সাপোটার্স শিল্ড জিতেছিলেন লিও।
ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৫/এনজি
