Connect with us
ফুটবল

মেসি গোল করলেন-করালেন, ৫ ম্যাচ পর জয়ের মুখ দেখল মায়ামি

messi miami
মায়ামির হয়ে মাঠে নেমে মেসি গোল করলেন ও করালেন। ছবি- ইএসপিএন

৫ ম্যাচ পর জয়ের মুখ দেখলো লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। গত ১৭ মার্চ ডিসি ইউনাইটেডকে হারানোর পর তিন ম্যাচে হার ও দুই ম্যাচে ড্র করা মায়ামি আজ ৩-২ গোলে হারিয়েছে স্পোর্টিং কানসাস সিটিকে। এমএলএস সকার লিগে আজ মাঠে নেমে নিজে গোল করেছেন ও গোল করিয়েছেন।

রবিবার (১৪ এপ্রিল) কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়ে মেসিরা। বিরতির আগে ১-১ স্কোরলাইন দাঁড়ায়। ঘরের মাঠে এরিক থমির ৬ মিনিটের গোলে এগিয়ে যায় কানসাস সিটি। তবে ১২ মিনিট পরই মেসির পাস থেকে ডিয়েগো গোমেজের গোলে সমতায় ফেরে মায়ামি। বিরতি থেকে ফিরে ৫১ মিনিটের মাথায় গোল দিয়ে এবার দলকে এগিয়ে নেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি।

অবশ্য এর ঠিক ৭ মিনিট পরই আবারও সমতায় ফেরে কানসাস সিটি। আবারও গোলদাতা সেই এরিক থমি। পরে ৭১ মিনিটের মাথায় ডিয়েগো গোমেজের সহায়তায় গোল করে মায়ামিকে এগিয়ে নেন লুইস সুয়ারেজ। পুরো ম্যাচে ৬০ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখেছিল মায়ামি। মেসিরা মোট ৬৮৩টা পাস দিয়েছে। অন্যদিকে কানসাসের পাস ছিল মাত্র ৪৪৩টা।



মোট ২৩টি ফাউলের ম্যাচে কানসাসের ফুটবলাররা ১৪টি ফাউল করেছে। আর ৯টি ফাউল করেছে মায়ামি। ডিয়েগো গোমেজ ও টমাস আলভেস হলুদ কার্ড দেখার ম্যাচে ৩টি কার্ড দেখেছে কানসাসের ফুটবলাররাও।

৫ ম্যাচ পরের জয়ে ৯ ম্যাচ শেষে এমএলএস সকার লিগে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠেছে মায়ামি। ৪ জয়, ৩ ড্রর বিপরীতে ২টি হারে ১৫ পয়েন্ট মায়ামির।

আরও পড়ুন: আইপিএলে মুস্তাফিজদের ম্যাচসহ আজকের খেলা (১৪ এপ্রিল ২৪)

ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৪/এজেড

Crifosports announcement

Focus

More in ফুটবল