Connect with us
ফুটবল

ছয় মাস পর আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

Messi returns to Argentina team after six months
আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি। ছবি- সংগৃহীত

জুনে আন্তর্জাতিক বিরতিতে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ দুটিকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ মে) ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যেখানে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি।

ছয় মাস পর আর্জেন্টিনা দলে ফিরেছেন মেসি। সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন গত বছরের নভেম্বরে। চলতি বছর জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার। ইনজুরির কারণে ফিফার মার্চ উইন্ডোতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি তিনি।

মেসি ছাড়াও দলে ফিরেছেন ম্যানচেষ্টার ইউনাইটের তরুণ ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো ও স্টার্সবর্গের তরুণ ফরোয়ার্ড ভ্যালেন্তিন বার্কোও। এছাড়াও দলে ডাক পেয়েছেন হুয়ান ফয়েথ, নিকোলাস দমিঙ্গেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস । তবে বাদ পড়েছেন মার্কোস অ্যাকুনা ও গঞ্জালো মন্টিয়েল, জের্মান পেজ্জেলা। যার মধ্যে মন্টিয়েল ইনজুরির কারণে বাদ পড়েছেন।

আরও পড়ুন:

» সাকিব-মুস্তাফিজ অনুমতি পেলেন, রিশাদ-নাহিদদের কি হবে?

» ভুটানের লিগে এক ম্যাচেই ২৫ গোল করলেন ৪ বাংলাদেশি 

এছাড়া ইনজুরি থেকে সেরে না ওঠায় দলের ফেরা হয়নি পাওলো দিবালার। মার্চে বাঁ পায়ের উরুতে অস্ত্রোপচার করানোর পর থেকে মাঠের বাইরে আছেন এই তারকা ফরোয়ার্ড।

আগামী ৬ জুন চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১১ জুন ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবেন মেসিরা। যদিও কনমেবল থেকে ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ফলে বাকি চার ম্যাচ কেবল নিয়মরক্ষার।

আর্জেন্টিনা স্কোয়াড:

এমিলিয়ানো মার্তিনেজ, অলতার বেনিতেজ, জেরোনিমো রুল্লি; ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকোন্দো মেদিনা, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো; অ্যালেক্সিস ম্যাক আলিস্তার, লিয়ান্দ্রো পারাদেস, ভালেন্তিন বার্কো, নিকোলাস দমিঙ্গেস, অ্যাজাকুয়েল প্যালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এঞ্জো ফার্নান্দেজ; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস পাজ, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গনজালেস, জিওলিয়ান সিমিওনে, আনহেল কোরেরা।

ক্রিফোস্পোর্টস/১৫মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল