Connect with us
ফুটবল

ব্রাজিলের হতাশার দিনে ফিরলেন মেসি, জিতল আর্জেন্টিনা

argentia team
চিলিকে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ছবি- সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ড্র করলেও নিজেদের দারুণ ফর্ম ধরে রেখেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হুলিয়ান আলভারেজের একমাত্র গোলে চিলিকে ১-০ ব্যবধানে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মার্চে চোট পাওয়ার পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি লিওনেল মেসিকে। অবশেষে তিনি ফিরলেন সবুজ গাসে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে প্রায় ৩৩ মিনিট মাঠে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই জয়ের ফলে ১৫ ম্যাচে ১১ জয়, ১ ড্র ও ৩ হারে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। যদিও বিশ্বকাপের মূল পর্বে তাদের জায়গা আগেই নিশ্চিত হয়ে গেছে।


আরও পড়ুন

» ব্রাজিলকে জেতাতে পারলেন না আনচেলত্তিও, বাড়লো অপেক্ষা

» ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচসহ আজকের খেলা (৬ জুন ২৫)


বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ায় এখন বেশ চাপমুক্ত আর্জেন্টিনা শিবির। ফলে কোচ লিওনেল স্কালোনি দলের বেঞ্চ শক্তি যাচাই ও তরুণ খেলোয়াড়দের মাঠে পরীক্ষা করার সুযোগ নিচ্ছেন। চিলির বিপক্ষে ম্যাচেও ছিল সেই চিত্র। মূল একাদশে ছিলেন না লিওনেল মেসি বা লাওতারো মার্তিনেজ। তাদের পরিবর্তে মাঠে নামানো হয় থিয়াগো আলমাদা ও নিকো পাজকে।

ম্যাচের শেষ দিকে স্কালোনি সুযোগ দেন ১৭ বছর বয়সী অভিষিক্ত মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকেও। তরুণদের এই পরীক্ষায় সফলই বলতে হবে। তারা দলকে এনে দিয়েছে একটি গুরুত্বপূর্ণ জয়।

শুক্রবার চিলির রাজধানী সান্তিয়াগোর হুলিও মার্তিনেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে কিছুটা সতর্ক থাকলেও দ্রুত ছন্দে ফেরে আর্জেন্টিনা। বল দখলে রেখে একাধিক আক্রমণ গড়ে তোলে তারা। এরই একটিতে গোল করে দলকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। বিশ্বচ্যাম্পিয়নদের এই জয় দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে।

ক্রিফোস্পোর্টস/০৬জুন২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল