ফুটবলে রেকর্ড ভাঙা-গড়ার কাজটা নিয়মিতই করে থাকেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল ও পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কোনো কোনো রেকর্ডে মেসি এগিয়ে আবার কোনো রেকর্ডে এগিয়ে রোনালদো। এবার রোনালদোকে পেছনে ফেলেই এক অনন্য কীর্তি গড়লেন মেসি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১৩০০ গোলে (গোল+অ্যাসিস্ট) অবদান রাখলেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার।
আজ (সোমবার) ভোরে ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে সিনসিনাটিকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে এক গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেন মেসি। সবমিলিয়ে মায়ামির চারটি গোলেই অবদান রেখে নতুন ইতিহাস গড়লেন।
ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে গোল-অ্যাসিস্টে ১৩০০ ছুঁয়েছেন মেসি। মোট ১১৩৫টি ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছেন তিনি। এখন তার মোট গোল ৮৯৬, আর অ্যাসিস্ট ৪০৪ টি।
এই তালিকায় মেসির পরেই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ১২৯৮ ম্যাচে ১২১৩টি গোলে অবদান রেখেছেন এই আল নাসর তারকা। তবে মেসির চেয়ে তার গোলের সংখ্যা বেশি। এখন পর্যন্ত ৯৫৪টি গোল করেছেন তিনি। তবে মেসির চেয়ে অ্যাসিস্টে অনেক পিছিয়ে রোনালদো। তার অ্যাসিস্টের সংখ্যা ২৫৯টি। তবে দুটো মিলিয়ে রোনালদোর চেয়ে অনেক এগিয়ে মেসি।
এর বাইরে অ্যাসিস্টেও এক নতুন রেকর্ড গড়েছেন মেসি। কদিন আগেই ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৪০০ অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেন তিনি। এবার সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বোচ্চ ৪০৪ অ্যাসিস্টের মালিক হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস। তার সঙ্গে শীর্ষস্থানে ভাগ বসালেন মেসি। আর একটি অ্যাসিস্ট করলেই এককভাবে শীর্ষে উঠে যাবেন এই মহাতারকা। এই তালিকায় মেসি-পুসকাসের পরেই আছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। তার অ্যাসিস্টের সংখ্যা ৩৬৯ টি। এছাড়া চারে আছেন ডাচ কিংবদন্তি ইয়েহান ক্রুফ (৩৫৮) এভং পাঁচে আছেন জার্মান তারকা টমাস মুলার (৩৫৩)।
ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৫/বিটি