Connect with us
ফুটবল

পেনাল্টি মিস করলেন মেসি, মায়ামি হারল বড় ব্যবধানে

Lionel Messi missed penalty for Miami
লিওনেল মেসির পেনাল্টি মিস। ছবি- সংগৃহীত

 

ক্লাব ফুটবলে আবারও ধাক্কা খেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার পেনাল্টি মিস করার দিনে বড় পরাজয় বরণ করল ইন্টার মায়ামি। এতে এমএলএস ফুটবলে শার্লট এফসির কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে মেসির দল।

আজ রোববার ভোরে প্রতিপক্ষের মাঠ ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে খেলতে নামে ইন্টার মায়ামি। যেখানে গোটা ম্যাচের বল পজিশনে এগিয়ে ছিল লিওনেল মেসির দল। তবে গোল স্কোরিংয়ে বাজিমাত করে শার্লট এফসি। ইদান তোকলোমাতি করেছেন শার্লটের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক।



এদিন ম্যাচের শুরু থেকে বল দখলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে মায়ামি। প্রথমার্ধে শার্লটের বক্সের ভেতর বল নিয়ে গিয়ে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করে নেন মেসি। এতে সুযোগ ছিল ম্যাচে তাদের এগিয়ে যাওয়ার। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন তারকা। তার ধীর গতির শট আটকে দেন প্রতিপক্ষ গোলরক্ষক ক্রিস্টিয়ান কাহলিনা।

এর পরের মিনিটেই পাল্টা আক্রমণে গোল করে শার্লটকে এগিয়ে দেন তোকলোমাতি। বক্সের ডান প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো বল দারুন ফিনিশিংয়ে জালে জড়ান তিনি। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন তোকলোমাতি। বক্সের ভেতর সতীর্থের পাস করা বল আলতো ছোঁয়ায় গোলে রুপান্তর করেন তিনি।

ম্যাচের ৭৯ মিনিটে তমাস আভিলেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। এরপর ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তোকলোমাতি। আর এতেই নিশ্চিত হয়ে যায় ইন্টার মায়ামির পরাজয়।

ফলে ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে এমএলএসের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে শার্লট। আর চার ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে মায়ামি আছে তালিকার অষ্টম নম্বরে।

ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল