ফুটবল বিশ্বের সম্ভাব্য সকল ট্রফিতে নিজের নাম লিখিয়েছেন লিওনেল মেসি। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে নাটকীয় লড়াইয়ে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে জীবনের সবচেয়ে বড় ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলেন রোজারিও থেকে উঠে আসা ফুটবলের ‘ক্ষুদে জাদুকর’। সবাইকে ছাড়িয়ে সবচেয়ে বেশি ট্রফি জয়ের মালিক হয়েছেন অনেক আগেই, এবার নিজের অবস্থান আরও শক্ত করলেন মেসি।
তর্ক সাপেক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই খেলোয়াড় ব্যালন ডি’অর জিতেছেন রেকর্ড সাতটি, ২০০৯ ফিফা বর্ষসেরা খেলোয়াড় এবং ২০১৯ ও ২০২২ ফিফা শ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি।
এখন পর্যন্ত ৪৮টি ট্রফির দেখা পেয়েছেন মেসি। গতকাল (শনিবার) এমএলএস কাপের ফাইনালে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে ইন্টার মিয়ামি। যা মেসির ৪৮ তম শিরোপা।
সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ডে আরও যারা:
দানি আলভেজ (ব্রাজিল)
বিশ্ব ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ট্রফি জয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক দানি আলভেস। তার ঝুলিতে রয়েছে ৪৩টি শিরোপা।
হোসাম আসউর (মিশর)
দেশ ও ক্লাবের হয়ে ৫০০ ম্যাচের বেশি খেলা এই ৩৬ বছর বয়সী মিডফিল্ডারের সংগ্রহে আছে ৩৯টি শিরোপার স্বাদ।
মার্কুইনহোস (ব্রাজিল)
সর্বোচ্চ ট্রফি জয়ের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন ব্রাজিলের ডিফেন্ডার মার্কুইনহোস। এখন পর্যন্ত মোট ৩৮ টি ট্রফি জিতেছেন তিনি, এর মধ্যে তার বর্তমান ক্লাব পিএসজির হয়ে জিতেছেন ৩১ টি ট্রফি।
সার্জিও বুস্কেটস (স্পেন)
গতকাল মেসির সঙ্গে এমএলএস কাপের ফাইনালে ট্রাফি জয়ের মাধ্যমে তার মোট ট্রফির সংখ্যা দাড়িয়েছে ৩৮’এ।
আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন)
২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার ঝুলিতে আছে ৩৭টি ট্রফি জয়ের রেকর্ড। ক্লাব ফুটবলে দীর্ঘদিন বার্সেলোনার হয়ে খেলা এই তারকা ২০১১-১২ মৌসুমে ইউরোপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ম্যাক্সওয়েল (ব্রাজিল)
ব্রাজিলের সাবেক ফুটবলার ম্যাক্সওয়েলেরও সংগ্রহে আছে ৩৭টি ট্রফি।
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৫/এআই