
‘দ্য স্পেশাল ওয়ান’ নামে খ্যাত পর্তুগিজ কোচ হোসে মরিনহোরও ক্যারিয়ারে শিক্ষক আছে! বিস্ময়কর শোনালেও এটা সত্য। আর এটা তিনি নিজ মুখেই স্বীকার করেছেন। তাও আবার এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বীই তার বড় শিক্ষক। হোসে মরিনহো জানিয়েছেন, লিওনেল মেসিই তাকে বড় কোচ হয়ে উঠতে সবচেয়ে বেশি সাহায্য করেছেন।
রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকাকালে বহুবার মুখোমুখি হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে। সে সময় মেসি ছিলেন ক্যারিয়ারের শুরুর দিকে, তবু মরিনহোর রিয়ালকে বার্সেলোনার বিপক্ষে বেশিরভাগ ম্যাচেই পরাজয়ের স্বাদ পেতে হয়েছিল।
দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করা মেসিকে তুলনার ঊর্ধ্বে মনে করেন অনেকে। বিশ্বকাপ জয়ের পর তিনি পৌঁছেছেন গৌরবের সর্বোচ্চ শিখরে। প্রতিপক্ষ দলগুলোর কাছ থেকেও পেয়েছেন গভীর শ্রদ্ধা। এমনকি মরিনহোর মতো একজন কোচও স্বীকার করেছেন-তার বড় কোচ হয়ে ওঠার পেছনে বিশাল অবদান রয়েছে মেসির।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মরিনহোকে জিজ্ঞেস করা হয়, কোন খেলোয়াড় তাকে কোচ হিসেবে সবচেয়ে বেশি শিখিয়েছে এবং উন্নত হতে সাহায্য করেছে? দ্বিধা ছাড়াই তিনি উত্তর দেন— “মেসিই সেই খেলোয়াড়, যে আমাকে বড় কোচ হয়ে উঠতে সাহায্য করেছে।” কেন মেসিকেই বেছে নিলেন এমন প্রশ্নে মরিনহোর সোজাসাপটা জবাব, “কারণ, আমরা যখনই তার বিপক্ষে খেলতাম, তাকে নিয়ে আমাকে সবসময় গভীরভাবে ভাবতে হতো।”
মরিনহোর মতে, দীর্ঘ সময় ধরে মেসি তার জাদুকরী ফুটওয়ার্ক দিয়ে প্রতিপক্ষ রক্ষণ ভেঙেছেন এবং করেছেন এমন সব কিছু, যা ফুটবলের নিয়মকানুনকেও অতিক্রম করে গেছে। বর্তমানে ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা মেসি খেলছেন ইন্টার মায়ামিতে।
মরিনহোকে আরও জিজ্ঞেস করা হয়, কোন খেলোয়াড়ের মধ্যে তিনি অসাধারণ সম্ভাবনা দেখেছেন কিন্তু কখনও কোচিং করার সুযোগ পাননি? সেখানেও তার উত্তর ছিল একই— “মেসি।”
ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৫/এনজি
