
বিদায়ের সুর শোনা যাচ্ছে লিওনেল মেসির কণ্ঠে। ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেই দেশের মাটিতে শেষবারের মতো মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মেসি। তার এই সিদ্ধান্তে সায় দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। উপলক্ষটি রাঙিয়ে রাখতে গ্যালারিতে থাকবেন মেসির স্বজনরাও।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, লিও যা বলেছে তাতে, এটা বিশেষ, আবেগঘন ও সুন্দর এক ম্যাচ হতে যাচ্ছে। যদি সত্যিই দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে তার শেষ ম্যাচ হয়, তাহলে আমাদের সবাইকে উপভোগ করতে হবে। তাকে পাওয়া আমাদের জন্য আনন্দের। আশা করি, দর্শকরা স্টেডিয়ামে আসবেন এবং মেসিও উপভোগ করবেন, কারণ এটা তার প্রাপ্য।
আসন্ন বিশ্বকাপ দিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর তিনি দায়িত্বে থাকবেন কি না- এমন প্রশ্নে ২০২২ বিশ্বকাপজয়ী কোচ বলেছেন, চুক্তি নবায়নের সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না। তবে এখনো কোনো আলোচনা হয়নি। সামনে কিছু ম্যাচ আছে, এখন এ নিয়ে কথা বলার সময় নয়।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগের দিন স্কালোনি জানান, বাছাইপর্বের বাকি ম্যাচগুলোতে নতুন ও অনিয়মিতদের সুযোগ দিতে চান তিনি।
স্কালোনি বলেন, আমরা এমন এক অবস্থানে আছি, যেখানে কোনো ক্ষতি না করেই তরুণদের সুযোগ দিতে পারি। তাদের সুযোগ দিতে চাই।
ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৫/এসএ
