Connect with us
ফুটবল

টানা দ্বিতীয়বার এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন মেসি

Lionel Messi
আরও একটি পুরস্কার জিতলেন মেসি। ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে লিওনেল মেসির অর্জনের পাল্লা দিনকে দিন ভারী হতে চলেছে। এবার নতুন করে অম্য রেকর্ডের মালিক হলেন তিনি। ইন্টার মায়ামির তারকা ফরোয়ার্ড টানা দ্বিতীয় মৌসুমে লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এমএলএসের ইতিহাসে আগে কেউ এমন ধারাবাহিকতা দেখাতে পারেননি।

ইন্টার মায়ামির এই ঐতিহাসিক মৌসুমে শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি। তাঁর নেতৃত্বে দল প্রথমবার এমএলএস কাপ জেতে। ফাইনালে জোড়া অ্যাসিস্ট করে ম্যাচে জয়ের জন্য যথেষ্ট অবদান রাখেন তিনি। পুরো মৌসুম জুড়েই ছিলেন দুর্দান্ত ফর্মে। ইতিমধ্যেই ২৯ গোল করে জিতেছেন গোল্ডেন বুট, গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সংখ্যাটা দাঁড়ায় ৪৮-এ। লিগে এক মৌসুমে এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ।

তাঁর নামের পাশে যোগ হয়েছে আরও কিছু নতুন রেকর্ড। এমএলএসে প্রথমবারের মতো এক মৌসুমে ১০টি মাল্টি-গোল ম্যাচ আর মে থেকে জুলাই পর্যন্ত টানা পাঁচ ম্যাচে করেছেন একাধিক গোল।



এমএলএসে তার এবারের ব্যক্তিগত পুরস্কারটিও এসেছে বিশাল ব্যবধানে। নির্বাচিত হওয়ার জন্য ভোটের ৭০ শতাংশ পেয়েছেন মেসি, তাঁর পরের জন সান ডিয়েগোর আন্দেরস ড্রাইয়ার পেয়েছে মাত্র ১১ শতাংশ।

এদিকে ইন্টার মায়ামির হয়ে ইতিমধ্যেই দুটি আসর পার করে ফেলেছেন এই তারকা। আবার ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়নের ফলে ২০২৮ সাল পর্যন্ত ক্লাবেই থাকছেন তিনি।

এদিকে ২০২৬ বিশ্বকাপ ঘিরেও গুঞ্জন আছে মেসিকে নিয়ে। মেসি নিজেও একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে বলেছেন ফিট থাকলে আসন্ন বিশ্বকাপে খেলতে চান তিনি। শুধু তাই নয়, তিনি এও বলেছেন বিশ্বকাপ খেলতে না পারলেও তিনি মাঠেই থাকবেন। এখনো নিশ্চিত না করলেও ভক্ত সমর্থকদের বিশ্বাস ফিট থাকলে ২০২৬ বিশ্বকাপেও দেখা যাবে এই আর্জেন্টাইন মহাতারকাকে।

মেসির সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার রয়েছে। বার্সেলোনা, আর্জেন্টিনা ও মায়ামি মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অর্জনের পাশে নতুন করে যোগ হলো এমএলএসের আরেকটি মাইলফলক। মেসি এখনও প্রমাণ করে যাচ্ছেন বয়স নয়, ফর্মই আসল।

ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল