বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ১৪ বছর পর ফের ভারতে আসছেন ‘জি.ও.এ.টি ট্যুর ২০২৫’ (GOAT India Tour 2025)–এর অংশ হিসেবে। প্রথমে কলকাতা, মুম্বাই ও দিল্লি সফরের কথা ছিল তার। পাশাপাশি এবার সফরের অংশ হিসেবে হায়দরাবাদকেও যুক্ত করা হয়েছে সেই তালিকায়।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেসি লেখেন, “ভারত থেকে পাওয়া ভালোবাসার জন্য ধন্যবাদ! কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হচ্ছে জি.ও.এ.টি ট্যুর। আমি খুশি হয়ে জানাচ্ছি যে হায়দরাবাদও আমার সফরের অংশ হয়েছে কলকাতা, মুম্বাই ও দিল্লির সঙ্গে। দেখা হবে শিগগিরই, ভারত!”

এই সফর আয়োজন করছে ‘আ সতদ্রু দত্ত ইনিশিয়েটিভ’(A Satadru Dutta Initiative)। ভারতের মাটিতে মেসির উপস্থিতি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা, বিশেষ করে কলকাতায় তাঁর আগমন ঘিরে উন্মাদনা চরমে পৌঁছেছে।
ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের সফরে কলকাতা, মুম্বাই ও দিল্লি সফর করবেন। মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ ম্যাচে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। সেখানে প্রতিপক্ষ হতে পারেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেট তারকারা। ধারণা করা হচ্ছে, ম্যাচটি হবে ৭-এ সাইড ফরম্যাটে, যেখানে ফুটবলের রাজপুত্রকে দেখা যেতে পারে ক্রিকেট ব্যাট হাতে।
কলকাতায় ইডেন গার্ডেন্সে মেসিকে দেওয়া হবে বিশেষ সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন মেসি এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক। তাঁর সম্মানে আয়োজিত হবে একটি ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্টও, যার নাম রাখা হয়েছে “গোট কাপ”।
উল্লেখ্য, এটি হবে মেসির দ্বিতীয় ভারত সফর। ২০১১ সালে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন তিনি। তারপর কেটে গেছে প্রায় দেড় যুগ। সেই স্মৃতিকে ছাপিয়ে এবার আরও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভক্তদের সামনে হাজির হতে যাচ্ছেন এই ফুটবল তারকা।
বর্তমানে ৩৮ বছর বয়সী লিওনেল মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে। তিনি আগেই জানিয়েছেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে পারে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্ব আসর। তাই এ সফর ভক্তদের জন্য হয়ে উঠতে পারে এক অবিস্মরণীয় স্মৃতি।
ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/টিএ