
ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি ফের আসছেন ভারতে। দীর্ঘ ১৪ বছর পর আবারও ভারত সফরের ঘোষণা দিলেন তিনি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেসি জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই তিনি আসবেন ভারত সফরে। সেখানে কনসার্ট, দাতব্য উদ্যোগ, ফুটবল ক্লিনিক ও অন্যান্য আয়োজনের পাশাপাশি থাকছে ভক্তদের জন্য চমকপ্রদ এক আয়োজন ক্রিকেট মাঠে নামতে পারেন আর্জেন্টাইন এই জাদুকর।
ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের সফরে কলকাতা, মুম্বাই ও দিল্লি সফর করবেন। মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ ম্যাচে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। সেখানে প্রতিপক্ষ হতে পারেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেট তারকারা। ধারণা করা হচ্ছে, ম্যাচটি হবে ৭-এ সাইড ফরম্যাটে, যেখানে ফুটবলের রাজপুত্রকে দেখা যেতে পারে ক্রিকেট ব্যাট হাতে।
কলকাতায় ইডেন গার্ডেন্সে মেসিকে দেওয়া হবে বিশেষ সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন মেসি এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক। তাঁর সম্মানে আয়োজিত হবে একটি ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্টও, যার নাম রাখা হয়েছে “গোট কাপ”।
এটি হবে মেসির দ্বিতীয় ভারত সফর। ২০১১ সালে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন তিনি। তারপর কেটে গেছে প্রায় দেড় যুগ। সেই স্মৃতিকে ছাপিয়ে এবার আরও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভক্তদের সামনে হাজির হতে যাচ্ছেন ফুটবলের সর্বকালের সেরা তারকা।
বর্তমানে ৩৮ বছর বয়সী লিওনেল মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে। তিনি আগেই জানিয়েছেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে পারে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্ব আসর। তাই এ সফর ভক্তদের জন্য হয়ে উঠতে পারে এক অবিস্মরণীয় স্মৃতি।
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/টিএ
