Connect with us
ফুটবল

মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে মৌসুম শেষ মায়ামির

লিওনেল মেসি
লিওনেল মেসি ও ইন্টার মায়ামি। ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ দিনে অসাধারণ পারফরম্যান্স করেছেন লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে হ্যাটট্রিক ও এক অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে ৫-২ গোলের বড় জয় এনে দেন আর্জেন্টাইন তারকা। ম্যাচটি অনুষ্ঠিত হয় জিওডিস পার্কে।

মেসির তিন গোলেই নিশ্চিত হয়েছে এবারের গোল্ডেন বুট পুরস্কার। পুরো মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা এলএএফসির ডেনিস বুয়াঙ্গা করেছেন ২৪ গোল। যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার পর এটাই এমএলএসে মেসির প্রথম সর্বোচ্চ গোলদাতার মালিক হলেন।

ম্যাচের ৩৫তম মিনিটে প্রথম গোল করেন মেসি। জর্দি আলবার পাস পেয়ে ন্যাশভিলের ডিফেন্স ভেদ করে নিচু শটে জালে পাঠান বল। আট মিনিট পর স্যাম সারিজ গোল করে ন্যাশভিলকে সমতায় ফেরান। অতিরিক্ত যোগ করা সময়ে জ্যাকবল শাফেলবার্গের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি।



দ্বিতীয়ার্ধে ফিরেই মায়ামি ম্যাচে ঘুরে দাঁড়ায়। ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মেসি সমতা আনেন। চার মিনিট পর বাল্টাসার রদ্রিগেজের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। ৮১তম মিনিটে আসে মেসির হ্যাটট্রিক। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে বল জালে পাঠান তিনি।

অতিরিক্ত সময়ে তালেসকো সেগোভিয়ার গোলে ব্যবধান বাড়ায় মায়ামি। সেই গোলের পাসটিও আসে মেসির পা থেকে। ফলে এই ম্যাচে তিন গোল ও এক অ্যাসিস্টসহ চারবার স্কোরশিটে নিজের নাম তোলেন তিনি। পুরো মৌসুমে ২৯ গোলের সঙ্গে মেসির অ্যাসিস্ট ১৯টি অর্থাৎ মোট ৪৮ গোলে সরাসরি ভূমিকা রেখেছেন তিনি।

ইস্টার্ন কনফারেন্সে ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে ইন্টার মায়ামি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিনসিনাটি, আর শীর্ষে ৬৬ পয়েন্ট নিয়ে ফিলাডেলফিয়া। নিয়মিত মৌসুমে তৃতীয় হওয়ায় এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে আবার ন্যাশভিলের বিপক্ষেই মাঠে নামবে মায়ামি।

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল