
মেজর লিগ সকারের (এমএলএস) এবারের আসর শেষ করেই ফুটবল থেকে অবসর নিতে যাচ্ছেন জর্দি আলবা। ৭ অক্টোবর (মঙ্গলবার) ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টে নিজের অবসরের সিদ্ধান্ত জানান লেফটব্যাক।
ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ‘সময় এসেছে আমার জীবনের সত্যিকারের এই অধ্যায়ের(খেলার) ইতি টানার। এই মৌসুমের শেষে আমার পেশাদার ফুটবল ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি পরিপূর্ণ আত্মবিশ্বাস, শান্তি এবং আনন্দের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছি।’
অবশ্য ৩৬ বছর বয়সী আলবা স্পেনের জার্সিতে ২০১২ সালে ইউরো জিতেছেন। পাশাপাশি ২০১২ সালে বার্সেলোনায় যোগ দেয়ার পর সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। তাছাড়া ছয়বার লা লিগার পাশাপাশি একবার চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচবার স্প্যানিশ কাপ, চারবার স্প্যানিশ সুপার কাপ, একবার করে ক্লাব ওয়ার্ল্ড কাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন তিনি। ২০২৩ সালে তিনি বার্সেলোনা ক্লাব ছেড়ে দেন। যোগ দেন সাবেক সতীর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও বুসকেটসের সঙ্গে ইন্টার মায়ামিতে।
জাতীয় দলের জার্সি খুলে রাখার আগে তিনি স্পেনের হয়ে ৯৩ ম্যাচ খেলে ৯ গোল করেছেন।
এদিকে আলবার বিদায়ের ঘোষণায় আবেগতাড়িত বার্তা দিয়েছেন সতীর্থ মেসি। অবশ্য সেই বার্সেলোনার দিনগুলো থেকেই দুজনের মধ্যে সম্পর্ক দারুণ রয়েছে। বার্সেলোমা ও মায়ামির দুজন একসঙ্গে ৪১৩টি ম্যাচ খেলেছেন। সেজন্য প্রিয় বন্ধুর বিদায়ে মেসির বিশেষ বার্তা।
মেসি লিখেছেন, ‘জর্দি, ধন্যবাদ তোমাকে। তোমাকে ভীষণ মিস করব। এত বছর একসঙ্গে এত সময় কাটানোর পর, বাঁ দিকে তাকিয়ে তোমাকে আর দেখতে না পাওয়াটা সত্যিই অদ্ভুত লাগবে! গোল করতে এই বছরগুলোতে তুমি আমাকে যত পরিমাণ অ্যাসিস্ট দিয়েছ, তা অবিশ্বাস্য! তুমি না থাকবে না! এখন আমার পাসগুলো ফিরিয়ে দেবে কে?’
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৫/টিএ
