Connect with us
ফুটবল

এমএলএস ইতিহাসে যা আগে হয়নি তাই করে দেখালেন মেসি

মেসি। ছবি- সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির গোল দেখা যেন এখন নিয়মে দাঁড়িয়েছে। শুধু গোলই নয়- জোড়া গোল। আর তা টানা পাঁচ ম্যাচে!

শনিবার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ন্যাশভিলের বিপক্ষে ফের জোড়া গোল করলেন মেসি। তার জোড়া গোলে ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে জিতেছে ম্যাচটি।

মন্ট্রিয়ল, কলম্বাস, নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের পর আবার মন্ট্রিয়ল এবং এবার ন্যাশভিল- এই পাঁচ ম্যাচেই মেসির জোড়া গোল। এমএলএস ইতিহাসে এমন ধারাবাহিকতা আগে দেখা যায়নি।

ম্যাচের ৬২তম মিনিটে ন্যাশভিল গোলরক্ষক জো উইলিসের ভুল পাস থেকে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন মেসি। তবে তাঁর প্রথম গোলটি ছিল আরও স্মরণীয়। ১৭তম মিনিটে ফাউল থেকে পাওয়া ফ্রি কিকে নিচু শটে মানবপ্রাচীর ভেদ করে বল জড়ান জালে।


আরও পড়ুন:

»বড় রেকর্ড গড়লেন গিল, ছাড়িয়ে গেলেন কোহলিকে

»উইম্বলডনে ১১৪ বছর পর এমন ঘটনা, নতুন রানি সিওটেক


এই গোলের মাধ্যমে ফ্রি কিক থেকে ক্যারিয়ারে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৬৯। এ তালিকায় তিনি এখন চতুর্থ, পিছনে ফেলেছেন ব্রাজিলিয়ান আসুনসিওকে (৬৮)। তাঁর সামনে আছেন জুনিনিও (৭২), দিনামাইট (৭৫) ও মার্সেলিনো কারিওকা (৭৮)।

ন্যাশভিল অবশ্য ৪৯তম মিনিটে হ্যানি মুখতারের গোলে ব্যবধান কমায়। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

লিগে এখন টানা ছয় ম্যাচে অপরাজিত দলটি। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তাদের অবস্থান পঞ্চম। তিন ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে তিনে ন্যাশভিল। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার সংগ্রহ ৪৩ পয়েন্ট (২২ ম্যাচে)।

ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল