ন্যাশভিলের বিপক্ষে ঘরের মাঠে জয় দিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম রাউন্ড শুরু করেছিল ইন্টার মায়ামি। এবার একই প্রতিপক্ষের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে পরাজয়ের স্বাদ পেল লিওনেল মেসির দল। শেষ মুহূর্তে আর্জেন্টাইন তারকার গোলে কেবল ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি মায়ামি।
আজ রোববার সকালে ন্যাশভিলের মাঠে তাদের বিপক্ষে খেলতে নেমে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে ইন্টার মায়ামি। যেখানে ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথম গোল এসেছিল পেনাল্টি থেকে। আর বিরতির আগে শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করে ন্যাশভিল। খেলার নির্ধারিত সময়ের শেষ মিনিটে দুর্দান্ত এক গোল করেন মেসি।
আগের ম্যাচেই ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। এবার ম্যাচের শেষ দিকে অসাধারণ এক গোলের দেখা পেলেন। ডি-বক্সের ডান পাশ থেকে বুলেট গতির শটে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন মেসি। এর আগে একাধিকবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সফলতা পায়নি তার দল।
গোটা ম্যাচে বল দখলে ভালো ভাবেই এগিয়ে ছিল মায়ামি। তবে আধিপত্য ধরে রেখে খেললেও গোলের খেলায় পিছিয়ে পড়ে সফরকারীরা। ম্যাচে সপ্তম মিনিটেই বক্সের ভেতর বল নিয়ে ঢোকা প্রতিপক্ষ ফুটবলারকে চার্জ করে পেনাল্টি হজম করান মায়ামি গোলরক্ষক। এরপর ম্যাচের ৪৫ মিনিটে কর্নার থেকে বক্সের জটলায় আসা বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন ন্যাশভিল।
চলতি এমএলএস কাপের প্লে-অফে প্রতিটি দল একই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে তিনটি করে ম্যাচ। দুই ম্যাচ শেষে সমান একটি করে ম্যাচ জিতেছে মায়ামি ও ন্যাশভিল এসসি। তাই তৃতীয় ও শেষ ম্যাচ হবে উভয় দলের জন্য ‘নকআউট’ লড়াই। আগামী শনিবার রাত ১১টায় ঘরের মাঠে ফের ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি।
ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৫/এফএএস