Connect with us
ফুটবল

বিশ্বকাপের ফাইনালে ওঠা যুবাদের অভিনন্দন জানালেন মেসি

Lionel Messi congrats youth Argentina team
আর্জেন্টাইন যুবাদের অভিনন্দন জানালেন মেসি। ছবি- সংগৃহীত

কলম্বিয়াকে হারিয়ে যুবা বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আর এতে সর্বোচ্চ সপ্তমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ জয়ের সুযোগ পেয়েছে আলবিলেস্তেরা। আর্জেন্টাইন যুব ফুটবলারদের এমন সাফল্যে কৃতিত্ব ও অভিনন্দন জানিয়েছেন দেশটির অন্যতম সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি।

আজ বৃহস্পতিবার চিলির সান্তিয়াগোয় অনুষ্ঠিত অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এদিন আকাশি-সাদা জার্সিধারীদের জয়ের নায়ক মাতেও সিলভেত্তি। ম্যাচের ৭২ মিনিটে এই উইঙ্গারের একমাত্র গোলে ফাইনাল নিশ্চিত হয় মেসিদের।

যুব ফুটবলারদের জয়ে উচ্ছ্বসিত আর্জেন্টাইন মহাতারকা মেসি। নিজের সামাজিক যোগাযোগ ও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে উদযাপনের একটি ছবি পোস্ট করে মেসি তার তারকা মায়ামি সতীর্থ সিলভেত্তি ও দলের বিষয়ে উল্লেখ করে লিখেছেন, ‘চলো ফাইনালে! সবাইকে জানাই অভিনন্দন! গ্রান্দে সিলভেত্তি।’



মেসির থেকে অভিনন্দন পেয়ে সেটার জবাব দিয়েছেন সিলভেত্তি। এই আর্জেন্টাইন বলেন, ‘লিও (মেসি) আমাকে ও দলকে যে শুভেচ্ছা জানিয়েছেন তাতে খুব সম্মানিত বোধ করছি। বড়রা সব সময়ই সমর্থন দিয়ে গেছেন, আমরা অনেক কৃতজ্ঞ। আমাদের কাছে এই সমর্থনের গুরুত্ব অপরিসীম।’

আজ থেকে প্রায় দুই দশক আগে এই যুব বিশ্বকাপের মঞ্চে ছিলেন মেসি। তখন নেদারল্যান্ডে অনুষ্ঠিত ২০০৫ আসরের ফাইনালে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন তারা। ফাইনালে পেনাল্টি থেকে জোড়া গোল করে দলকে শিরোপা এনে দেয়ার পাশাপাশি মেসি জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর রবিবার মরক্কোর বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে তরুণ আর্জেন্টাইনরা। জয় পেলে তারা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়বে।

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল