ক্যাম্প ন্যু পরিদর্শনের পর এবার মেসির সাক্ষাৎকার ঘিরে শুরু হয়েছে আলোড়ন। স্পেনের পত্রিকা ‘স্পোর্ট’ কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি কথা বলেছেন তাঁর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।
সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, বার্সেলোনা ছাড়াটা তার জন্য ছিল কিছুটা অদ্ভুত অভিজ্ঞতা। তবে ক্লাব ছাড়লেও শহর এবং ক্লাবের প্রতি তার ভালোবাসা এখনো অটুট।
নিজের অতীত পরিকল্পনার কথা স্মরণ করে মেসি বলেন, ‘আমি সবসময়ই ভেবেছিলাম ইউরোপে আমার পুরো ক্যারিয়ার বার্সেলোনাতেই কাটাব।’
ক্লাব ও শহর ছাড়লেও তিনি ও তার পরিবার বার্সেলোনার স্মৃতিচারণ করেন উল্লেখ করে মেসি বলেন, ‘আমরা বার্সেলোনাকে অনেক মিস করি। বাচ্চারা সবসময়ই ওটার কথা বলে, আমার স্ত্রীও। আমরা প্রায়ই বার্সেলোনার স্মৃতিগুলো নিয়ে কথা বলি।’ মেসির সাক্ষাৎকারের পর উচ্ছ্বাস প্রকাশ করেন অনেক বার্সা সমর্থক। তাদের মতে আবারো কাতালান ক্লাবটিতে ফিরতে পারেন এই সাবেক তারকা।
নিজের ও পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মেসি বলেন, ‘আমরা আবার সেখানে (বার্সেলোনায়) গিয়ে থাকতে চাই। আমাদের বাড়ি আছে, সবকিছুই আছে, তাই সেটিই আমাদের আকাঙ্ক্ষা।’
মেসির এই বক্তব্যকে অনেকেই ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে তাঁর খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর পরিবারসহ বার্সেলোনায় স্থায়ীভাবে ফিরে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।
বার্সেলোনায় গৌরবময় অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে মেসি বলেন, ‘শিরোপাই সবসময় আনন্দের প্রতীক’। এর সঙ্গে তিনি স্মরণ করেন পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনার ঐতিহাসিক ‘ট্রেবল’ জয়।
পুরো সাক্ষাৎকারে, খেলোয়াড় হিসেবে মেসি বার্সেলোনায় ফিরবেন এমনটা উল্লেখ না করলেও তাঁর কথায় ফুটে উঠেছে ভবিষ্যৎ পরিকল্পনা। যেখানে তার পুরো ভবিষ্যৎ চিন্তা জুড়েই বার্সেলোনা।
ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৫/এআই