আলোচনার কেন্দ্রে অ্যাশেজের বক্সিং ডে টেস্ট। ম্যাচের প্রথম দিনেই দুই দল হারিয়েছে ২০ উইকেট। এরই মধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) পিচ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ব্যাটারদের জন্য বেশ কঠিন এই উইকেটে খেলার ভারসাম্য নষ্ট হয়েছে কি না, তা নিয়েই এখন আলোচনা। শোনা যাচ্ছে এমন পিচের জন্য আইসিসির শাস্তির মুখে পড়তে পারে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় স্টেডিয়াম এমসিজি।
টস জিতে অজিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ইংলিশরা। প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে মাত্র ১৫২ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ড। জশ টাং নেন পাঁচ উইকেট। তবে ব্যাটিংয়ে নামার পর পাল্টে যায় দৃশ্যপট। অস্ট্রেলিয়ার বোলারদের তোপে মাত্র অষ্টম ওভারের মধ্যেই ১৬ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। হ্যারি ব্রুক ও গাস অ্যাটকিনসনের লড়াই সত্ত্বেও ১১০ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দিন শেষ হওয়ার আগেই দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া।
বক্সিং ডে টেস্টের প্রথম দিনের পুরোটা সময়ই আদিপত্য দেখিয়েছে বোলাররা, আর তাতেই বয়াপক সমালোচনার মুখে পড়েছে পিচটি। সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা কড়া সমালোচনা করছেন পিচটির।
বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে মাইকেল ভন বলেন, ‘পিচটা একেবারেই শকিং। টেস্ট ম্যাচের প্রথম দিনের জন্য এটা খুব বেশি কিছু করছে। অস্ট্রেলিয়া যখন বোলিং করেছে, তখন আরও দ্রুত নড়াচড়া করছে বলে মনে হয়েছে। বল ডানহাতিদের দিকে ভেতরে ঢুকছে, টেকনিক নিয়ে প্রশ্ন করা যায় ঠিকই, কিন্তু এমন বল খেলা ভীষণ কঠিন।’
এবিসি স্পোর্টে ড্যারেন লেহম্যান বলেন, ‘মেলবোর্নের পিচ সিরিজের প্রথম টেস্টে পার্থের পিচের চেয়েও খারাপ। পার্থ টেস্টের প্রথম দিনেই পড়েছিল ১৯ উইকেট, ম্যাচ শেষ হয়েছিল দুই দিনেই।’ এসইএন রেডিওতে স্টুয়ার্ট ব্রডও বলেন, ‘পিচটি অতিরিক্ত কিছু করছে।’ তাঁর ভাষায়, ‘টেস্ট বোলারদের ভয়ংকর দেখাতে এতটা মুভমেন্টের দরকার নেই।’
এত সমালোচনার পর এখন আইসিসির শাস্তির আশঙ্কা করচেন অনেকে। আইসিসির নিয়ম অনুযায়ী টেস্ট পিচের চারটি রেটিং রয়েছে; ভেরি গুড, স্যাটিসফ্যাক্টরি, আনস্যাটিসফ্যাক্টরি ও আনফিট। এর মধ্যে আনস্যাটিসফ্যাক্টরি ও আনফিট রেটিং পেলে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। তবে ‘আনফিট’ রেটিং কেবল তখনই দেওয়া হয়, যখন পিচ বিপজ্জনক হয়। এমসিজির পিচ বিপজ্জনক নয় বলে একে ‘আনফিট’ হিসেবে বিবেচনা করা হবে না। ফলে শাস্তির সম্ভাবনা থাকলে তা কেবল ‘আনস্যাটিসফ্যাক্টরি’ রেটিংয়ের মাধ্যমেই আসতে পারে।
আইসিসির ব্যাখ্যা মতে, কোনো পিচকে ‘আনস্যাটিসফ্যাক্টরি’ বলা হয় তখনই, যখন সেটি ব্যাট ও বলের মধ্যে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে ব্যর্থ হয়। হয় ব্যাটারদের অতিরিক্ত সুবিধা দেয়, নয়তো বোলারদের জন্য অস্বাভাবিকভাবে বেশি উইকেট নেওয়ার সুযোগ তৈরি করে।
তবে প্রথম দিনে বেশি উইকেট পড়লেই যে পিচ ‘আনস্যাটিসফ্যাক্টরি’ হবে, এমন নয়। সিরিজের প্রথম টেস্টে পার্থে প্রথম দিনে ১৯ উইকেট পড়লেও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডকে সর্বোচ্চ ‘ভেরি গুড’ রেটিং দেওয়া হয়েছিল।
বিশ্লেষকদের মতে, এমসিজির শাস্তি হবে কি না, তা অনেকটাই নির্ভর করবে বল কতটা বেশি সিম মুভমেন্ট করেছে তার ওপর। প্রথম দিনে কোনো অনিয়মিত বাউন্স দেখা যায়নি, যা সাধারণত টেস্ট পিচের একটি বড় নেতিবাচক দিক।
ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৫/এআই
