Connect with us
ক্রিকেট

দ্বিতীয় সন্তানের বাবা হলেন মিরাজ

Mehidy Hasan Miraz becomes father of his second child.
মিরাজ ও তার স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। এবার তার ঘর আলোকিত করে এসেছে একজন কন্যা সন্তান। এর আগে প্রথমবার একজন পুত্র সন্তানের বাবা হন এই টাইগার অলরাউন্ডার।

দ্বিতীয়বার বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মিরাজ নিজেই। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মিরাজ নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় এই সুখবরটি দিয়েছেন।

ফেসবুকে মিরাজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।’



মিরাজের স্ত্রীর নাম রাবেয়া আক্তার প্রীতি। ২০১৯ সালের মার্চে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় ক্রিকেট দলের এই তারকা অলরাউন্ডার। এরপর ২০২০ সালের ১০ অক্টোবর তাদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়। তার পুত্রের নাম মুদাসসের হাসান ওয়াফিক। এবার তার পরিবারে এলো আরেকজন নতুন সদস্য।

গত কয়েকদিন আগেই জানা গিয়েছিল দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন মিরাজ। আর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিসিবি থেকে ১৫ দিনের ছুটি চেয়েছিলেন তিনি। যে কারণে সদ্য সমাপ্ত নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দেখা যায়নি মিরাজকে।

অবশ্য আসন্ন এশিয়া কাপেও দেখা যাবে না মিরাজকে। এশিয়া কাপের মূল স্কোয়াডে জায়গা হয়নি তার। তবে এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজ দিয়ে পুনরায় মাঠে ফিরবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট