Connect with us
ফুটবল

এমবাপ্পের হ্যাট্রিকে কাইরাতকে ৫-০ গোলে হারালো রিয়াল

Kylian Mbappé
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

কাজাখস্তানে কাইরাত আলমাতির মাঠে দাপট দেখাল রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকের পাশাপাশি এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজের গোল যোগ হয়ে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল জাবি আলোনসোর দল।

ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। কাইরাত গোলরক্ষক শেরখান কালমুরজা বক্সের বাইরে গিয়ে ফ্রাঙ্কো মাস্তানুয়োনোকে ফাউল করায় এই সুযোগ পান ফরাসি অধিনায়ক।

৫২ মিনিটে থিবো কোর্তোয়ার লং পাস থেকে দৌড়ে গিয়ে দারুণ চিপে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ একবার মিস করলেও শেষ পর্যন্ত কাছ থেকে গোল করে তিনটি পূর্ণ করেন এমবাপ্পে।



এরপর বদলি নেমে গোল করেন কামাভিঙ্গা ও দিয়াজ। কামাভিঙ্গা হেডে লক্ষ্যভেদ করেন, আর দিয়াজ গনসালো গার্সিয়ার পাস থেকে নিচের কোনায় শট নিয়ে গোল করেন।

৬৭তম মিনিটে কাইরাতের পক্ষে একটি পেনাল্টি ঘোষণা করা হলেও ভিএআর চেকের পর তা বাতিল হয়ে যায়। ফলে ইউরোপীয় প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় সইতে হয় কাজাখ ক্লাবটিকে।

সাম্প্রতিক লিগ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলের হারের পর রিয়ালের জন্য এই জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এমবাপ্পের হ্যাটট্রিক তাকে চ্যাম্পিয়নস লিগে ৬০ গোলের মাইলফলকে পৌঁছে দেয়। এর মাধ্যমে তিনি টপকে গেছেন বায়ার্ন মিউনিখের কিংবদন্তি থমাস মুলারকে, উঠে এসেছেন প্রতিযোগিতার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার ষষ্ঠ স্থানে।

ক্রিফোস্পোর্টস/১অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল