Connect with us
ফুটবল

রেকর্ডগড়া ম্যাচের পর ছিটকে গেলেন এমবাপ্পে

Mbappé ruled out after the record-breaking match
কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

ফুটবল কিংবদন্তি পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ৪০০ গোলের কীর্তি গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ইউক্রেনের বিপক্ষে ৪-০ গোলের জয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফ্রান্স। ওই ম্যাচে জোড়া গোল করে এই কীর্তিতে নাম লেখান এই রিয়াল মাদ্রিদ তারকা। তবে রেকর্ডগড়া ম্যাচের পরেই ছিটকে গেলেন এমবাপ্পে। 

গতকাল ইউক্রেনের বিপক্ষে ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন এমবাপ্পে। ফ্রান্স ফুটবল ফেডারেশনের তথ্যমতে, এমবাপ্পে ডান পায়ের গোড়ালিতে ব্যাথা অনুভব করছেন এবং পা ফুলে গেছে। এর ফলে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজারবাইজানের বিপক্ষে খেলতে পারবেন না এই তারকা।

ইতোমধ্যে ফ্রান্স দল ছেড়েছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তার পরীক্ষা করা হবে। আগামী ২৪ নভেম্বর লা লিগায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। পরীক্ষার পরই জানা যাবে তিনি খেলতে পারবেন কি না।



অবশ্য ইউক্রেনের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন এমবাপ্পে। পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত ছিলেন তিনি। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ফ্রান্স। দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর ম্যাচের ৮৩তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন এই ফরাসি তারকা।

ইউক্রেনের বিপক্ষে জোড়া গোল করে সিনিয়র ফুটবল ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে মোট ৫৩৭টি ম্যাচ খেলে এই কীর্তি গড়েছেন ফরাসি এই ফুটবলার।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আউএফএফএইচএস) তথ্যমতে, ২৬ বছর ৩২৮ দিন বয়সে ৪০০তম গোলের দেখা পেয়েছেন এমবাপ্পে। তার চেয়ে কম বয়সে কেবল পেলেই এমন কীর্তি গড়েছিলেন। ১৯৬৩ সালে মাত্র ২৩ বছর ৪ দিন বয়সে ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন প্রয়াত এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল