নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে। বাঁ পায়ের লিগামেন্টে চোট পাওয়ায় আপাতত বিশ্রামেই থাকতে হবে রিয়ালের সবচেয়ে ফর্মে থাকা এই ফরাসি তারকাকে।
বুধবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, এমবাপ্পের বাঁ পায়ের চোট পরীক্ষা করা হয়েছে। ক্লাব অবশ্য মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি। তবে ফরাসি সংবাদমাধ্যম লেকিপে জানিয়েছে, ন্যূনতম তিন সপ্তাহ খেলতে পারবেন না ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২১ নভেম্বরের পর আর কোনো ম্যাচ খেলেনি রিয়াল মাদ্রিদ। লা লিগায় তাদের পরের ম্যাচ ৪ জানুয়ারি, প্রতিপক্ষ রিয়াল বেটিস। প্রায় দুই সপ্তাহের বিরতি কাটিয়ে মাঠে ফেরার আগেই তাই বড় ধাক্কা খেল জাবি আলোনসোর দল। এমবাপ্পেকে বছরের শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না, সেটা এখন নিশ্চিত।
জানা গেছে, কয়েক সপ্তাহ ধরেই হাঁটুর লিগামেন্টে অস্বস্তিতে ভুগছিলেন এমবাপ্পে। বুধবার এমআরআই করানোর পর পায়ে ক্ষত ধরা পড়ে। চিকিৎসার পাশাপাশি পুরোপুরি সেরে ওঠার জন্য বিশ্রাম জরুরি বলে মত দিয়েছেন চিকিৎসকরা।
চোটের আগে দুর্দান্ত ছন্দেই ছিলেন এমবাপ্পে। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে তার গোলসংখ্যা দাঁড়ায় ৫৯-এ। এক বছরে ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এতদিন ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। সেই রেকর্ডে ভাগ বসানোর দারুণ সুযোগ তৈরি করেছিলেন এমবাপ্পে। কিন্তু ইনজুরির কারণে আপাতত সেই স্বপ্নে ছেদ পড়েছে। চলমান লা লিগায় ১৮ গোল নিয়ে এখনো শীর্ষে আছেন তিনি।
লা লিগার পয়েন্ট টেবিলেও এই অনুপস্থিতি ভোগাতে পারে রিয়ালকে। মৌসুমের শুরুতে শীর্ষে থাকলেও পরে জায়গা হারিয়েছে বার্সেলোনার কাছে। বর্তমানে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পের চোট কতটা দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। তবে বছরের শুরুতেই রিয়ালের জন্য এটা যে বড় ধাক্কা তা বলাই যায়।
ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৬/টিএ
