Connect with us
ফুটবল

২০২২ বিশ্বকাপ নিয়ে তিন বছর পর মুখ খুললেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে-লিওনেল মেসি । ছবি- সংগৃহীত

টাইব্রেকারে ফল এসেছিল ২০২২ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের। ১২০ মিনিটের ম্যাচে ৩-৩ সমতায় টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা। তিন বছর পর বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বললেন, সেদিন আর্জেন্টিনার জয় প্রাপ্য ছিল।

কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের ফাইনালে নাটকীয়তার পর ৩-৩ সমতায় গড়ায় ম্যাচটি। টাইব্রেকারে জয় তুলে নেয় মেসির দল। সর্বোচ্চ দিয়ে লড়াই করেও শেষ হাসি হাসতে পারেননি এমবাপ্পেরা। ফ্রান্সের হয়ে একাই তিন গোল করেছিলেন এমবাপ্পে। দুঃখ পেলেও তা ভুলতে চান না তিনি। ২০২২ সালের বিশ্বকাপ হারের দুঃখের ওপর ভর করে ২০২৬ বিশ্বকাপ জয় করতে চান এমবাপ্পে।

‘মুভিস্টার প্লাস’-এ প্রচারিত ‘ইউনিভারসো ভালদানো’ নামের অনুষ্ঠানে জর্জ ভালদানোকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ফুটবল ক্যারিয়ার ও জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন ফরাসি ফরওয়ার্ড। সেখানে ২০২২ সালের বিশ্বকাপের ব্যর্থতার কথা তুলে ধরেন তিনি। এমবাপ্পে বলেন, “ফাইনালে আপনি গোল করার কথা ভাবেন না, ভাবেন জেতার কথা। ওটা ছিল এক পাগলাটে ম্যাচ। আর্জেন্টিনার জয় প্রাপ্য ছিল, কারণ ম্যাচজুড়ে তারা ভালো খেলেছিল।



সেদিনের ম্যাচে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের কয়েক মিনিটের মধ্যেই তা পরিশোধ করেন এমবাপ্পে। এরপর আর্জেন্টিনা আরেক গোলে এগিয়ে গেলে ম্যাচের ১১৮ মিনিটে গোল করে দলকে আবার সমতায় ফেরান এই ফরাসি তারকা। ফ্রান্সের তিনটি গোলই করেন এমবাপ্পে। শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে গেলে জয় তুলে নেয় আর্জেন্টিনা।

পরাজয়ের হতাশা এখনও ভুলতে পারেননি এমবাপ্পে। তিনি বলেন, ম্যাচের একটা সময় আমরা ভালো খেলেছি। কিন্তু পুরোটা যদি দেখেন, তাহলে (ওদের জয়) প্রাপ্যই ছিল। এটা কষ্টদায়ক। তবে আমাদের ভুলে যাওয়া চলবে না, কারণ সামনের ২০২৬ আসরে আমরা আরেকবার এমন কষ্টের সমাপ্তি চাই না।

সাক্ষাৎকারে অনুপ্রেরণা ও মুগ্ধতার কথাও বলেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদোকে মানেন নিজের আদর্শ। রোনালদোকে নিয়ে নিজের মুগ্ধতার কথা বলতে গিয়ে এমবাপ্পে বলেন, ক্রিস্টিয়ানো রোনালদো সব সময়ই আমার আদর্শ, আমার জন্য এক অনুকরণীয় উদাহরণ। আমি সৌভাগ্যবান যে তাঁর সঙ্গে কথা বলতে পারি—তিনি আমাকে পরামর্শ দেন, সাহায্য করেন-আমার কাছে তিনি এক নম্বর।

রোনালদোকে আদর্শ মানলেও কখনো তাঁর সঙ্গে মাঠে খেলা হয়নি এমবাপ্পের। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন রোনালদো। ক্লাব ছাড়ার আগে করেছেন ৪৫০টি গোল। এখন রিয়াল মাদ্রিদে খেলা এমবাপ্পে ক্রিস্টিয়ানো রোনালদোর কৃতিত্বের কথা স্মরণ করে বলেন, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের জন্য তিনি এমন এক দৃষ্টান্ত, যিনি ক্লাবের জন্য অনেক কিছু করেছেন। ভক্তরা এখনো ক্রিস্টিয়ানোর স্বপ্ন দেখেন। তবে আমি আমার নিজস্ব পথেই হাঁটতে চাই।

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল