Connect with us
ফুটবল

গোল্ডেন বুট জয়ের পর জোড়া গোলে দলকে জেতালেন এমবাপ্পে

Kyllian Mbappe and Jude Bellingham in Real Madrid

গতকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই গোল্ডেন বুট জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় ৩৪ ম্যাচে ৩১ গোল করে ইউরোপিয়ান এই পুরস্কার নিজের করে নিয়েছিলেন এই ফরাসি তারকা। আর গোল্ডেন বুট জেতার রাতে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে তিনি এনে দিয়েছেন বড় জয়।

ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি মিস করলেও এদিন জয় পেতে খুব একটা কষ্ট করতে হয়নি রিয়াল মাদ্রিদকে। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল আর জুড বেলিংহ্যামের দুর্দান্ত নৈপুণ্যে ভর করে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। এতে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাবেউতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে মাদ্রিদ। এদিন এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি দলের জয়ে স্কোর করেছেন জুড বেলিংহ্যাম ও আলভারো কারেরাস। এদিন হ্যাটট্রিক করার সুযোগ থাকলেও দ্বিতীয় পেনাল্টি নেননি এমবাপ্পে। স্পট কিক থেকে স্কোর করার সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন ভিনি।



এদিন ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করেছেন এমবাপ্পে। ম্যাচের মাত্র ১৯ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন এই ফরাসি তারকা। এরপর সতীর্থদের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে ৩১তম মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। এরপরেই ম্যাচের দ্বিতীয় পেনাল্টি পায় রিয়াল।

জোড়া গোল করা এমবাপ্পে হ্যাটট্রিকের সুযোগ থাকলেও নেননি স্পট কিক। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র করেন পেনাল্টি শুট। তবে দারুন দক্ষতা তার শট রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। এরপর প্রথমার্ধেই গোল করে দলের ব্যবধান আরো বাড়ান বেলিংহ্যাম। দ্বিতীয়ার্ধে দলের হয়ে চতুর্থ গোল করেছেন কারেরাস।

এদিকে এই ম্যাচে মাঠে নামার আগে গোল্ডেন বুট জয়ী এমবাপ্পে বলেছিলেন রিয়ালকে দিতে চান আরো অনেক কিছু, ‘গোল্ডেন বুট জেতা আমার জন্য বড় সম্মানের। ফরোয়ার্ড হিসেবে এটি আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। আমি রিয়াল মাদ্রিদে আরও বহু বছর থাকতে চাই, দলের হয়ে আরও অনেক ট্রফি জিততে চাই।’

ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল