Connect with us
ফুটবল

রিয়ালের জার্সিতে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এমবাপের

RONALDO AND Mbappe
রোনালদো ও এমবাপে। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলার জন্য শৈশব থেকেই তীব্র আকাঙ্ক্ষা ছিল কিলিয়ান এমবাপের। তার সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে গত বছরই। এবার শৈশবের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভাঙার অপেক্ষায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের।

একপঞ্জিকায় রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখনো রোনালদোর দখলে। ২০১৩ সালে ৫৯ গোল করেছিলেন এই পর্তুগিজ মহাতারকা। এক যুগ পর রোনালদোর সেই রেকর্ড ভাঙার খুব কাছাকাছি পৌঁছে গেছেন এমবাপে। এ বছরে আর মাত্র ৪টি গোল করলেই রোনালদোকে ছুঁয়ে ফেলবেন এমবাপে। এই বছরে রিয়ালে ম্যাচ বাকি আছে আরো ৪টি, এই ৪ ম্যাচে ৪ গোল করতে পারলেই রিয়াল মাদ্রিদের হয়ে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসাবেন এমবাপে। আর, ৫ গোল করলেই বনে যাবেন রিয়াল মাদ্রিদের হয়ে এক বছরের সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়ে।

এমবাপের এমন রেকর্ড দেখতে উৎসুক কোচ আলোনসো। এমবাপের রেকর্ড নিয়ে তিনি বলেছেন, ‘কিলিয়ান রিয়াল মাদ্রিদে ইতিহাস তৈরি করার পথে, ঠিক ক্রিস্টিয়ানোর মতো। তার আকাঙ্ক্ষা ও গোলসংখ্যাই তাকে সেই জায়গায় নিচ্ছে। তার সঙ্গে প্রতিদিন কাজ করা দারুণ। অন্যকে প্রভাবিত করার ক্ষমতা আছে তার। এখানেই (ক্রিশ্চিয়ানোর সঙ্গে) আমি মিল দেখি।’



এমবাপে নাকি সাবেক সতীর্থ রোনালদো, কাকে বাছাই করবেন আলোনসো, এমন প্রশ্নের উত্তরে আলোনসো বলেন, ‘ক্রিস্টিয়ানো ক্রিস্টিয়ানোর মতো, কিলিয়ান কিলিয়ানের মতো। তারা দুজনেই ব্যতিক্রম। কিলিয়ানকে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের।’

গত মৌসুমে ৩১ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুট ও লা লিগার সর্বোচ্চ স্কোরারের পুরস্কার জেতেন এমবাপে। এই মৌসুমেও দারুন ফর্মে রয়েছেন এই ফরাসি তারকা স্ট্রাইকার। চলতি মৌসুমে ১৫ ম্যাচে গোল করেছেন ১৬টি। আর ৫ চ্যাম্পিয়নস লিগ ম্যাচে  গোল ৯টি।

আইডলের রেকর্ড ভাঙতে সেল্টার পর ১০ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির মুখোমুখি হবেন এমবাপে। তারপর বছরের শেষ দুটি ম্যাচ আলাভেস ও সেভিয়ার বিপক্ষে।

রোনালদো রিয়ালের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন। এমবাপে ২০২৪ সালে পিএসজি থেকে যোগ দিয়ে ৭৯ ম্যাচে করেছেন ৬৯ গোল।

ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল