হাতের কবজির চোটের কারণে একাদশের বাইরে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। চোট কাটিয়ে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফিরছেন তিনি। খেলবেন সিরিজের শেষ তিন ম্যাচ।
অক্টোবরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করে অস্ট্রেলিয়া। অনুশীলনের সময় হাতের কবজিতে চোট পান ম্যাক্সওয়েল। মিচেল ওয়েনের বলে শর্ট খেলতে গিয়ে বল লেগে কবজিতে চিড় ধরে তার। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একাদশে ছিলেন না তিনি।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও একাদশে ছিলেন না ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন কি না, তা নিয়েও ছিল অনিশ্চয়তা। তবে টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে তাকে একাদশে রাখা হয়েছে। চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২–০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল। এরপর ২৯ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যানবেরায়।
ইনজুরির দীর্ঘ বিরতিটা কাজে লাগিয়েছেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘স্প্রিং চ্যালেঞ্জে’ মেলবোর্ন স্টারসের হয়ে সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে দলে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী তরুণ পেসার মাহলি বিয়ার্ডম্যান। এই সিরিজে তার আন্তর্জাতিক অভিষেক হতে পারে।
তবে অস্ট্রেলিয়া একাদশ থেকে জায়গা হারিয়েছেন তিন খেলোয়াড়—মারনাস লাবুশেন, জশ হ্যাজলউড ও শন অ্যাবট। ওয়ানডে সিরিজের দুই ম্যাচের কোনোটিতেই লাবুশেনকে একাদশে রাখা হয়নি।
এদিকে ভারত–অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলে দুর্দান্ত পারফরম্যান্স করা অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস। প্রথমবারের মতো জাতীয় দলে একাদশে সুযোগ পেলেন তিনি।
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/এনজি