Connect with us
ক্রিকেট

বাংলাদেশের সঙ্গে খেলেই ১৭ বছরের অধ্যায় শেষ করবেন ম্যাথিউস

Mathews will end his 17-year chapter by playing against Bangladesh
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অবসর নেবেন ম্যাথিউস। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৭ বছরের টেস্ট অধ্যায়ে ইতি টানবেন ৩৭ বছর বয়সী এই তারকা।

শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লাল বলের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ম্যাথিউস

বিদায়ের ঘোষণায় ম্যাথিউস লিখেছেন, ‘আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানানোর সময় এসে গেছে। গত ১৭ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে খেলতে পারা আমার জন্য সর্বোচ্চ সম্মান ও গর্বের বিষয়। দেশপ্রেম ও জাতীয় দলের গায়ে চাপিয়ে মাঠে নামার অনুভূতি অন্য কিছুতে পাওয়া যায় না। আমি ক্রিকেটকে সবকিছু দিয়েছি এবং বিনিময়ে ক্রিকেট থেকে আমি সবকিছু পেয়েছি, যা আমাকে একজন পরিণত মানুষ হিসেবে গড়ে তুলেছে। আমার ক্যারিয়ারের উত্থান-পতনে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞ।’

আরও পড়ুন :

» বাংলাদেশের ফুটবলে সুদিন ফিরছে, অপেক্ষা করছে যে চমক

» ভারতীয় এক ক্রিকেটারের বিরুদ্ধে আরেক ক্রিকেটারের মামলা 

আগামী জুনের বাংলাদেশের বিপক্ষে গল টেস্ট দিয়ে শ্রীলঙ্কার সাদা পোশাকে বিদায় জানাবেন ম্যাথিউস। তবে লাল বলের ফরম্যাটে বিদায় নিলেও দেশের প্রয়োজনে সাদা বলে খেলতে এখনো প্রস্তুত এই তারকা।

ম্যাথিউস আরও লিখেছেন, ‘আগামী জুন মাসে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি হবে শ্রীলঙ্কার হয়ে আমার শেষ লাল বলের ম্যাচ। আমি টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানালেও, সাদা বলের ফরম্যাটে দেশের প্রয়োজনে আমাকে পাওয়া যাবে।’

২০০৯ সালে শ্রীলঙ্কার হয়ে সাদা পোশাকে অভিষেক হয় ম্যাথিউসের। ১৭ বছরে দীর্ঘ ক্যারিয়ারে ১১৮টি টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার। ১১৮ টেস্টে ৪৪.৬২ গড়ে ৮ হাজার ১৬৭ রান করেছেন তিনি। যেখানে ১৬টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। এছাড়া বল হাতে ৩৩টি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার। আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে ১২০তম টেস্ট খেলে বিদায় নেবেন এই তারকা।

ক্রিফোস্পোর্টস/২৩মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট