Connect with us
ক্রিকেট

কমতে পারে পাকিস্তান সফরে ম্যাচ! কেন বিসিবির এমন প্রস্তাব?

Bangladesh vs Pakistan match
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। ছবি- সংগৃহীত

এখন পর্যন্ত একাধিকবার পরিবর্তন হয়েছে পাকিস্তান সফরের সময়সূচি। এমনকি শুরুতে ওয়ানডে এবং টেস্ট খেলার কথা থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সংক্ষিপ্ত ফরমেটে পাঁচ ম্যাচের সিরিজ খেলা চূড়ান্ত হয় এই সফরে। তবে আরও একবার পরিবর্তন আসতে পারে পরিকল্পনায়।

জানা গেছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ কমিয়ে তিন ম্যাচে নিয়ে আসার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রস্তাব জানিয়েছে বিসিবি। মূলত টাইগার ক্রিকেটারদের শর্তসাপেক্ষেই এমন আলোচনা উঠে এসেছে। আর যার মূল বিপত্তি ঘটেছিল পাকিস্তান সফরের সময়সূচি পিছিয়ে যাওয়ায়।

এর আগে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনার কারণে স্থগিত হয়েছিল পিএসএল। শেষ পর্যন্ত সেই টুর্নামেন্ট পুনরায় চালু হয়। তবে ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টের ফাইনাল নির্ধারণ করা হয় ২৫ মে। যেদিন শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। ফলে পিছিয়ে যায় সিরিজের সূচি।


আরও পড়ুন:

» ইমন-মুস্তাফিজের অভাবে হেরেছে বাংলাদেশ : ভারতীয় মিডিয়া

» আমিরাতের কাছে হারের কারণ জানিয়ে যা বললেন লিটন


 

এদিকে আগামী মাসের শুরুতেই মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা। টাইগার ক্রিকেটারদের চাওয়া দেশে ফিরে পরিবারের সঙ্গে এই উৎসব পালন করা। তবে বর্তমান সূচি অনুযায়ী পাঁচ ম্যাচের সিরিজ শেষ হবে আগামী ৫ জুন রাতে। তবে সমস্যা হচ্ছে ৬ তারিখ ইসলামাবাদ থেকে ঢাকার উদ্দেশ্যে কোন ফ্লাইট নেই।

পাকিস্তানে খেলতে যেতে টাইগার ক্রিকেটারদের আপত্তি আছে কিনা এ বিষয়ে জানতে চাইলে কোন একজন ব্যতীত বাকি সবাই খেলতে যেতে আপত্তি নেই বলে জানিয়েছেন বিসিবিকে। তবে তাদের সকলের শর্ত ঈদের পূর্বেই দেশে ফিরে আসা। প্রয়োজনে বিশেষ বিমানে দেশে পাঠাতে হবে অথবা সিরিজের শিডিউল পরিবর্তন করতে হবে।

জানা যায় বিষয়টি আমলে নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা করছে ক্রিকেট বোর্ড। এমনকি পাঁচ ম্যাচের পরিবর্তে তিন ম্যাচের সিরিজ খেলার প্রস্তাবও নাকি দিয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি কর্মকর্তারা। শেষ পর্যন্ত আরও একবার পাকিস্তান সফরের সূচিতে পরিবর্তন আসবে কিনা তা সময়ই বলে দেবে।

ক্রিফোস্পোর্টস/২০মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট