Connect with us
ক্রিকেট

মাশরাফি ও তামিম ভাই অনেক সাপোর্ট দেন: মিরাজ

মেহেদি হাসান মিরাজ
সংবাদ সম্মেলনে মেহেদি হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

মেহেদি হাসান মিরাজের সময়টা ভালো যাচ্ছিল না। অধিনায়ক হিসেবে একের পর এক হারের পর বিভিন্ন দিক থেকে সমালোচনা আসছিল। ওয়ানডে দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০ ম্যাচে মাত্র একবার জয়ের মুখ দেখেছিলেন তিনি। অনেকেই প্রশ্ন তুলেছিলেন তার নেতৃত্ব নিয়ে।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে অবশেষে কিছুটা স্বস্তি পেয়েছেন মিরাজ। ১৩ ম্যাচে তার এখন ৩টি জয়। এই সাফল্যে যেমন তার নিজের আত্মবিশ্বাস ফিরেছে, তেমনি পাশে পেয়েছেন দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালকে।

বৃহস্পতিবার মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডে জয়ের পর সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, “দেখেন, এটা আমার অধিনায়ক হিসেবে তৃতীয় সিরিজ। ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার দায়িত্ব পাই, তখন শান্ত ইনজুরিতে ছিল। শুরুটা কঠিন ছিল আমার জন্য, কিন্তু সময়ের সঙ্গে আমি শিখছি।”



মাশরাফি ও তামিমের সহায়তার কথাও জানান মিরাজ। তার ভাষায়, “আমাদের যেসব সিনিয়র ক্রিকেটার আছেন, যারা দেশের সফল অধিনায়ক ছিলেন, তারা আমাকে অনেক সহায়তা করছেন। মাশরাফি ভাই সব সময় পাশে থাকেন, পরামর্শ দেন। তামিম ভাই ফোন করে বলেন কীভাবে আরও ভালো করা যায়। এটা আমার জন্য অনেক বড় সাপোর্ট।”

তিনি আরও বলেন, “তারা দুজনই বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। তারা কাছ থেকে দেখেছেন আমি কীভাবে কাজ করছি, কোথায় উন্নতি দরকার। অনেক কিছু শিখছি ওদের কাছ থেকে।”

সাম্প্রতিক সাফল্যে কিছুটা স্বস্তি এলেও, মিরাজ জানেন এখনো পথটা সহজ নয়। তবে নিজের উন্নতির ব্যাপারে আশাবাদী হয়ে তিনি বলেন “যত খেলব, তত শিখব। ধীরে ধীরে আমি আরও পরিণত হব,” বলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট