Connect with us
ক্রিকেট

নারী ক্রিকেট দলের জন্য দোয়া চাইলেন মারুফা

মারুফা আক্তার। ছবি- সংগৃহীত

নারী বিশ্বকাপে অংশ নিতে গতকাল (২৩ সেপ্টেম্বর) দেশ ছেড়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল আনুষ্ঠানিক ফটোসেশন শেষ করে দেশ ছাড়েন জ্যোতির দল। প্রস্তুতির ঘাটতি থাকলেও সেটা নিয়ে ভাবছেন না তারা।

২০২২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৭টি ম্যাচের মধ্যে শুধু পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। বিশ্বকাপে সব দলই কমবেশি দ্বিপাক্ষিক ম্যাচ খেললেও বিসিবি কোনো সিরিজ আয়োজন করতে পারেনি। সেখানে প্রস্তুতির কিছু ঘাটতি থেকেই যায়।

সে বিষয়ে তেমন ভাবছেন না খেলোয়াড়েরা। তারা জানিয়েছেন, দেশের মধ্যে থাকা সকল সুবিধা তারা পেয়েছেন। সব শেষে ফটোসেশন শেষ করে বিমানে ওঠেন বাংলাদেশ নারী ক্রিকেট দল।



পেসার মারুফা আক্তার বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দোয়া চেয়ে পোস্ট করেন। তিনি পোস্টে উল্লেখ করেন—আপনাদের দোয়া ও অন্তহীন ভালোবাসায় বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাচ্ছে।

পোস্টে সবার কাছে দোয়ার আহ্বান করে তিনি লিখেছেন, দয়া করে আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের দেশের পতাকাকে উচ্চতর স্থানে নিয়ে যেতে পারি এবং জাতিকে গর্বিত করতে পারি।

মারুফা আক্তার দেশের মানুষের কাছে দোয়া ও সমর্থনের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট