ভারতে পুরুষদের আইপিএলের মত জমজমাট ভাবে আয়োজন হয় থাকে নারীদের ডব্লিউপিএল। প্রতিবার এই টুর্নামেন্টে খেলার জন্য ড্রাফটে নাম দিয়েও সুযোগ পান না বাংলাদেশের নারী ক্রিকেটাররা। তবে এবার নাকি তাদের আইপিএলের নারী সংস্করণে মারুফা-রাবেয়াদের সুযোগ দেখতে পারছেন তাদের সতীর্থ সোবহানা মোস্তারি।
এবারের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। অবশ্য এরপর আর এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। তবে একক পারফর্মেন্সে নজর কেড়েছেন একাধিক ক্রিকেটার। বিশেষ করে মারুফা আক্তার আলো ছড়িয়েছেন ইনসুইঙ্গারে উইকেট শিকারের দক্ষতা দেখিয়ে।
লেগ স্পিন ঘূর্ণিতে জাদু দেখিয়েছেন রাবেয়া খানও। সোবহানা মোশতারি মনে করেন এই দুই ক্রিকেটার সুযোগ পেতে পারেন পরবর্তী নারী আইপিএলে। তবে ভারতীয় এই লিগ যে বাংলাদেশি ক্রিকেটারদের অবহেলা করে রাখে, সেটাও মনে করিয়েছেন তিনি, ‘ডব্লিউপিএল অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি লিগ। আমরা প্রতিবারই আমাদের নাম দেই, কিন্তু বাংলাদেশিদের কাউকে কিনে না।’
এখন পর্যন্ত বাংলাদেশি কোনও নারী সুযোগ না পেলেও অদূর ভবিষ্যতে সেই আক্ষেপ ঘুচতে পারে। ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে সোবহানা বলেন, ‘আমরা এই টুর্নামেন্ট নিয়ে ভাবছি। মারুফা অনেক ভালো করছে। এই কন্ডিশনে ও অনেক ভালো করতে পারবে। রাবেয়াও বিশ্বকাপে অনেক ভালো করছে। আমাদের মনে হচ্ছে সামনের ডব্লিউপিএলে তাদের কেউ সুযোগ পেলে পেতেও পারে।’
উল্লেখ্য, চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের খেলা ৬ ম্যাচের ৫টিতেই পরাজিত হয়েছে নারী ক্রিকেট দল। ইতোমধ্যেই সেমিফাইনালের আশা ভেস্তে গেছে টাইগ্রেসদের। আজ বিকেলে ভারতের বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। মুম্বাইয়ে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/এফএএস