Connect with us
ক্রিকেট

মায়ের দোয়া নিয়ে মাঠে নেমে দুর্দান্ত বোলিং করলেন মারুফা

Marufa Akter in world cup 2025 against Pakistan
বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মারুফা আক্তার। ছবি- সংগৃহীত

নারীদের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে শুরুটা ভালোভাবেই করেছে বাংলাদেশ। এই ম্যাচে নিজের গতি এবং সুইং দিয়ে ক্রিকেট বিশ্বের নজর কেরেছেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার। ম্যাচের প্রথম ওভারেই দুর্দান্ত দুই লেট ইনসুইঙ্গারে জোড়া উইকেট শিকার করেছেন তিনি। ম্যাচ শেষে এবার জানালেন মাঠে নামার আগের কিছু গল্প।

গতকাল ম্যাচের শুরুতেই পাকিস্তানি ওমাইমা সোহাইল ও ইনফর্ম সিদরা আমিনকে ফিরিয়েছেন মারুফা। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না পেরে ১২৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। এতে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। মারুফার প্রথম ওভারে উইকেট শিকারি ইনসুইং বলের প্রশংসায় ক্রিকেট বিশ্লেষকরা। আইসিসির প্রকাশিত তার বোলিংয়ে মুহূর্তে হয়ে যায় মিলিয়ন মিলিয়ন ভিউ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মারুফা আক্তার জানিয়েছেন খেলার আগে মায়ের কাছ থেকে দোয়া নেয়ার গল্প। তিনি বলেন, ‘আমার মাকে ভিডিও কল দিয়েছিলাম। তিনি ম্যাচের আগে সূরা পড়েন সবসময় এবং আমার জন্য দোয়া করেন। বাবাকে ভিডিও কল দিতে পারিনি, উনি বাটন ফোন ব্যবহার করেন। বাটন ফোনে ভিডিও কল করা যায় না।’



শেষ পর্যন্ত আর কোনও উইকেট না পেলেও ৩১ রান খরচায় ২ উইকেট শিকারের দিনে দারুন লাইন লেন্থ নিয়ন্ত্রণ করেছেন মারুফা। নিজের বোলিং নিয়ে তিনি বলেছেন, ‘আসলে শুরুতে চেয়েছি উইকেট টু উইকেট বল করে যেতে। আমি জানি আমার বল সুইং করে অনেক। আমি চেষ্টা করি লাইন লেন্থ ধরে রাখতে। জ্যোতি আপুও আমাকে এটাই বলেছে।’

প্রথম বিশ্বকাপ খেলতে নেমে চাপ অনুভব করেছেন কিনা এমন প্রশ্নে মারুফা বলেছেন, ‘একদমই না। সবাই আমাকে অনেক সাপোর্ট করে। যদি বাউন্ডারি হয়ে যায় তখনও সবাই আমাকে সাপোর্ট করে যায়। আমি অনেক এক্সাইটেড এবার। আমার জীবনের প্রথম বিশ্বকাপ। দুই মাস আগ থেকেই না ঘুমিয়ে বিশ্বকাপের কথা ভাবছিলাম, কীভাবে এখানে অনেক ভালো করতে পারি, ম্যাচ উইনার হতে পারি।’

উল্লেখ্য, পাকিস্তানকে এদিন ৭ উইকেটে পরাজিত করে নারী ওয়ানডে বিশ্বকাপে দারুন শুরু করেছে বাংলার বাঘিনীরা। এই জয়ে ২ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আগামী ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট